মুজফফরনগর: জেলা সফরে এসে শুক্রতালের হনুমান দেবতাকে আড়াই কেজি ওজনের সোনার মুকুট দান করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বামী কল্যাণদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুজফফরনগর জেলার এই তীর্থস্থানে আসেন। শুক্রতালে গঙ্গা নদীর ধারে রয়েছে হনুমান দেবতার ৭৫ ফুট উঁচু মূর্তি।
মুখ্যমন্ত্রী এই এলাকার জন্য ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গত বছর রাজস্থানের ভোটের আগে এক নির্বাচনী জনসভায় হনুমান দেবতাকে দলিত আখ্যা দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন আদিত্যনাথ। আলোয়ার জেলার মালাখেড়া একালায় এক জনসভায় তিনি বলেছিলেন, ‘হনুমান দেবতা ছিলেন জঙ্গল নিবাসী, বঞ্চিজ ও একজন দলিত। বজরংবলী উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম,সমস্ত ভারতীয় সম্প্রদায়কে একসূত্রে বাঁধতে চেয়েছিলেন’।
হনুমান দেবতাকে আড়াই কেজি ওজনের সোনার মুকুট দিলেন যোগী আদিত্যনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2019 12:27 PM (IST)
মুখ্যমন্ত্রী এই এলাকার জন্য ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গত বছর রাজস্থানের ভোটের আগে এক নির্বাচনী জনসভায় হনুমান দেবতাকে দলিত আখ্যা দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন আদিত্যনাথ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -