নয়াদিল্লি: করোনা ভাইরাসের চিকিৎসার জন্য যে হাসপাতালগুলি চিহ্নিত করা হয়েছে, সেখানকার আইসোলেশন সেন্টারে আক্রান্ত ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে যে নির্দেশিকা জারি করেছিল উত্তরপ্রদেশ সরকার, প্রবল সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করে নেওয়া হল। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সুরেশ খন্না জানিয়েছেন, ‘সরকারের জ্ঞাতার্থে আসে, মোবাইল ফোন ব্যবহার করলে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকে। সেই কারণেই মোবাইল ফোন ব্যবহার না করার কথা বলা হয়েছিল। তবে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে দেয় যোগী সরকার। জানানো হয়, ওয়ার্ড ইনচার্জের কাছে দু’টি ফোন থাকবে। সেই ফোনের মাধ্যমেই আত্মীয়দের সঙ্গে কথা বলতে পারবেন রোগীরা। উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এরপরেই সিদ্ধান্ত প্রত্যাহার করল যোগী প্রশাসন।