নয়াদিল্লি: চিটফান্ডে টাকা রাখার খেসারত দিতে হল ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহর মাকে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুবরাজের মা শবনম সিংহ এই চিটফাণ্ডের ফাঁদে পা দিয়ে খোয়াতে হল ৫০ লক্ষ টাকা।
এই মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বই শাখা। জানা গেছে, শবনম ১ কোটি টাকা লগ্নি করেছিলেন। কিন্তু ফিরে পেয়েছেন মাত্র অর্ধেক। তাঁকে ৮৪ শতাংশ হারে সুদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি মাসে প্রায় সাত লক্ষ টাকা পাবেন বলে বলা হয়েছিল। প্রতারক সংস্থা বিটকয়েনের সঙ্গে আরও কয়েকটি প্রকল্পে অর্থ লগ্নি করা হবে জানিয়ে ওই অর্থ নিয়েছিল।
শবনমের অভিযোগের ভিত্তিতে ইডি আর্থিক তছরুপ আইন অনুযায়ী মামলা দায়ের করেছে এবং প্রতারক সংস্থার অ্যাকাউন্ট খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
শুধু শবনমও নয়, আরও অনেকে একইভাবে এই চিটফাণ্ডের শিকার হয়েছেন।
ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, এ ক্ষেত্রে জালিয়াতির পরিমাণ ৭০০ কোটি টাকার বেশি হতে পারে।
প্রতারণার শিকার যুবরাজের মা, খোয়ালেন ৫০ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2018 08:39 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -