নয়াদিল্লি: শুক্রবারই জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি বিশ্বের প্রথম ডিএনএ বেসড ভ্যাকসিন ‘জাইকভ-ডি’-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। শনিবার ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শর্বিল পঙ্কজভাই পটেল জানালেন, আগামী সপ্তাহে এই ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে। তিনি জানান, ২ থেকে ১২ বছর বয়সিদের ক্ষেত্রে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।


জাইকভ-ডি ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন চিকিত্‍সক ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। অন্যান্য চিকিৎসকরাও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।


এদিন ক্যাডিলার এমডি জানান, ‘আগামী সপ্তাহে আমরা জাইকভ-ডি ভ্যাকসিনের দামের বিষয়ে নিশ্চিত হতে পারব। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। অক্টোবর থেকে আমরা নতুন উৎপাদন কেন্দ্রে প্রতি মাসে এক কোটি ডোজ করে ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৬৬ শতাংশেরও বেশি। করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধেও এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর।’