নয়াদিল্লি: রাজ্যস্তরে বিজেপি-র সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আগেই। এই মুহূর্তে ২০২৪-এর লোকসভা নির্বাচনই পাখির চোখ। সেই লক্ষ্যে এ বার জাতীয় দলের তকমা পেতে আদালতের দ্বারস্থ হল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের হাইকোর্টে গিয়েছে তারা। জাতীয় দলের তকমা পাওয়ার সিদ্ধান্ত আটকে রয়েছে বলে নির্বাচনী ময়দানে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে তারা। তাতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (National Party)।


বিচারপতি এম নাগপ্রসন্ন নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন


কর্নাটক হাইকোর্টে বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছিলেন সেখানে আপ-এর আহ্বায়ক পৃথ্বী রেড্ডি। তাঁর যুক্তি ছিল, জাতীয় দল ঘোষিত হওয়ার যোগ্যতা হাসিল করেছে তাঁদের দল। তার পরও নির্বাচন কমিশন প্রাপ্য মর্যাদা দিতে অস্বীকার করছে। তাতে বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন। ১৩ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। 


নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কমপক্ষে দেশের চার রাজ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হার ৬ শতাংশ হলেই, লোকসভা নির্বাচনে কোনও রাজ্যে কমপক্ষে চারটি আসনে জয়লাভ করলে অথবা যে কোনও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে ২ শতাংশ ভোট পেলে জাতীয় দলের তকমা পেতে পারে কোনও দল। এ ছাড়াও কমপক্ষে চারটি রাজ্যে আঞ্চলিক দল হিসেবে তকমা থাকলেও জাতীয় দলের মর্যাদা পাওয়া যায়।


আরও পড়ুন: Gas Pricing Formula : গ্যাসের মূল্য নির্ধারণের জন্য সংশোধিত গাইডলাইনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


আদালতে আপ জানিয়েছে, দিল্লি পঞ্জাব, গোয়া এবং গুজরাত নির্বাচনে নিজেদের প্রমাণ করেছে তারা। নির্বাচন কমিশনের সব শর্তই পূরণ করে দেখিয়েছে। তার পর লাগাতার আবেদন জানালেই নির্বাচন কমিশন বিষয়টিতে গুরুত্ব দেয়নি। বরং লাগাতার সিদ্ধান্তগ্রহণ পিছিয়ে যাচ্ছে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়া প্রয়োজন বলে আদালতে আবেদন জানায় আপ।


আসন্ন বিধানসভা নির্বাচনে কর্নাটকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী আপ। তার আগে জাতীয় দলের তকমা পেলে, প্রচার এবং জনসমর্থন জোগাড়ে সুবিধা হবে বলে মত দলের। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় দলের তকমা পাওয়াতেই আপ বেশি আগ্রহী বলে মত বিশেষজ্ঞদের। এতে বিজেপি বিরোধী শিবিরে নিজেদের দর বাড়াতেও তাদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 


আগামী ১০ মে কর্নাটকে নির্বাচন


এই মুহূর্তে দিল্লি এবং পঞ্জাবে আপ-এর সরকার রয়েছে। গোয়া এবং গুজরাতে ৬ শতাংশের বেশি ভোট পেয়েছে তারা। নির্বাচনী প্রতীকী আইনের ৬ নম্বর অনুচ্ছেদ (b) অনুযায়ী, চার রাজ্যে ৬ শতাংশ প্রাপ্ত ভোট থাকলেই জাতীয় দলের তকমা পেতে পারে কোনও দল। এ নিয়ে গত বছর ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন জানায় আপ। তার পর ৬ ফেব্রুয়ারি, ৮ মার্চ এবং ১৫ মার্চও আবেদন জানানো হয়। আগামী ১০ মে কর্নাটকে নির্বাচন। তা সত্ত্বেও এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাতেই আদালতের দ্বারস্থ হল আপ।