নয়াদিল্লি: করোনাভাইরাস নিয়ে ক্রমশ আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশবাসীর মনে। যে ভাবে সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, তা নিয়েই মানুষ সবচেয়ে বেশি ভীত। যে কারণে, মানুষের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু, খাবার থেকে শুরু করে অত্যাবশ্য়ক পণ্য বা প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেককেই বেরোতে হচ্ছে। আর সেখানেই ওৎ পেতে রয়েছে বিপদ। কখন কার থেকে করোনার ভাইরাস আরেকজনের শরীরে চলে আসবে তার কোনও হদিস ও আন্দাজ পাওয়া যাচ্ছে না।
আর এখানেই, মানুষের এই উদ্বেগের প্রশমন ঘটাতে এগিয়ে এল কেন্দ্র। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার একটি মোবাইল অ্যাপ (অ্যাপলিকেশন) চালু করেছে। 'আরোগ্য সেতু' নামের এই অ্যাপের উপকারিতা হল-- কোনও কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি যদি আপনার ধারেকাছে চলে আসে, সঙ্গে সঙ্গে তা জানান দেবে। জানা গিয়েছে, ব্লু-টুথ ও লোকেশন নির্ভর সোশাল গ্রাফ মারফৎ এই অ্যাপ কোভিড-১৯ আক্রান্তদের ট্র্যাক করে।
'আরোগ্য সেতু'-র নির্মাতাদের দাবি, কোভিড-১৯ আক্রান্তদের সাম্প্রতিক সময় ও নৈকট্য বিচার করেই ব্যবহারকারীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখে এই অ্যাপ। নির্মাণকারীদের দাবি, এই বিষয়ের ধরন ও সংবেদনশীলতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। যে কারণে, আপনার তথ্য যাতে কোনওভাবে বিকৃতি না ঘটে সে বিষয়ে সচেতনতা অবলম্বন করেছি। আপনার তথ্য কেবলমাত্র ভারত সরকারের সঙ্গে ভাগ করা হবে। তবে, কোনওভাবে, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর নাম নাম বা নম্বর জনসমক্ষে প্রকাশ করা হবে না বলেও আশ্বাস দিয়েছে অ্যাপ-নির্মাণকারী সংস্থা।
জানা গিয়েছে, বুধবার আত্মপ্রকাশ ঘটেছে 'আরোগ্য সেতু' অ্যাপের । বর্তমানে তা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই, ৫ হাজারের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে অ্যাপের। এই অ্যাপ ব্যবহার করতে মোবাইল ফোনে ব্লুটুথ ও লোকেশন অপশন 'অন' করতে হবে। অ্যাপে বলে দেওয়া হবে, যদি আপনার আশে পাশে কোনও করোনা আক্রান্ত ব্যক্তি চলে আসেন, তাহলে কী করে নিজেকে আইসোলেট করবেন এবং আপনার মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে তখন কী করবেন এবং কার থেকে এবং কোথা থেকে সাহায্য পাবেন।
'আরোগ্য সেতু'-র নির্মাণকারীদের মতে, এই অ্যাপের মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। একইসঙ্গে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদেরও রক্ষা করতে পারবেন। সবচেয়ে বড় কথা, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করতে পারবেন।
বাইরে বেরোচ্ছেন? বিপদ কি আপনার আশেপাশেই? জানাবে এই অ্যাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2020 03:20 PM (IST)
কীভাবে ডাউনলোড করবেন 'আরোগ্য সেতু' অ্যাপ পড়ুন
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -