মুম্বই: মালাইকা বললেই মনে প্রথম যে শব্দ আসে সেটা 'ফিটনেস'। নিজের সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রোফাইলে তিনি হামেশাই পোস্ট করেন নিজের শরীরচর্চার ছবি। ফিটনেসের ক্ষেত্রে নিজের থেকে বয়সে ছোট নায়িকাদেরও দিব্যি চ্যালেন্জ ছুঁড়ে দিতে পারেন ৪৬ বছরের এই নায়িকা। শরীরচর্চা নিয়ে বিন্দুমাত্র আপোষ করেন না নায়িকা। এই লকডাউনেও রোজ শরীরচর্চায় ব্যস্ত থাকছেন নায়িকা। তবে শরীরচর্চা ও নিয়মিত ডায়েটে থাকলেও মাঝে মধ্যে 'চিট ডে' থাকে নায়িকারও। শরীরচর্চার সঙ্গে সঙ্গে লকডাউনে চুটিয়ে রান্না করছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন বিভিন্ন রেসিপিও। সম্প্রতি তাঁর বেসনের লাড্ডু বানানোর ভিডিওটি বেশ ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। দেখুন সেই ভিডিও।



পাক দেওয়া থেকে লাড্ডু পাকানো, প্রতি পদের ভিডিওই পরপর পোস্ট করেন মালাইকা। সঙ্গে জানান, রান্না করতে ভীষণ ভালোবাসেন তিনি।

এছাড়াও নিজের গৃহবন্দি অবস্থার বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করছেন মালাইকা। নিজের অ্যাকাউন্ট থেকে নিজের পোষ্যের সঙ্গে বসে ছবি পোস্ট করেছেন মালাইকা। লিখছেন, 'রান্না করুন, পরিষ্কার করুন, পজিটিভ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, বাড়িতে থাকুন।' বেসনের লাড্ডুর ছবিও পোস্ট করেছেন তিনি।



বর্তমানে একটি ডান্স রিয়েলিটি শো-র বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে অর্জুন কপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির 'হটকেক' !