কলকাতা: ৪০ দিনও হয়নি, লঞ্চ হয়েছে দেশের প্রথম কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু। তা ইতিমধ্যেই ৯ কোটি মানুষ ডাউনলোড করেছেন। কিন্তু অনেকে বলছেন এই অ্যাপে নিরাপত্তা বিপন্ন হতে পারে, ফাঁস হতে পারে গোপন তথ্য।


জনৈক ফরাসি নিরাপত্তা গবেষক এলিয়ট অ্যাল্ডারসন টুইট করেছেন, এই অ্যাপের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আছে। এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি।

যদি এই অ্যাপ ডাউনলোড করে থাকেন, তবে তা তুলনামূলকভাবে গুরুত্বহীন কোনও ফোনে নামান, যাতে গুরুত্বপূর্ণ তথ্য নেই। এই অ্যাপের গন্ডগোলগুলি যে পর্যায়ে রয়েছে, তাতে অ্যাপ ডেভেলপাররা না চাইলে এগুলি ঠিক করা যাবে না।

দেখে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

১. অ্যাপের মধ্যে ৫টি হার্ড কোডেড ভ্যালুজের বদলে অন্য রেডিয়াস ব্যবহার করুন।

২. ট্রায়াঙ্গুলেশনের জন্য ইউজার নানা জায়গা থেকে ডেটা পেতে পারেন। হ্যাকার কারও স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবে, জানতে পারবে ১ মিটারের মধ্যে তাঁর অবস্থানও।

৩. এর মাধ্যমে বাল্ক কল করা সম্ভব। ওয়েবভিউঅ্যাকটিভিটি সংক্রান্ত সমস্যা মেটানো হয়েছে, এখন এই অ্যাপ হ্যাকার প্রুফ। কিন্তু সংগৃহীত তথ্য কোথায় যাচ্ছে, কীভাবে ব্যবহার হচ্ছে, তা এখনও জানানো হয়নি।

৪. এই অ্যাপ ওপেন-সোর্স নয়, অর্থাৎ এর মাধ্যমে নজরদারি চলছে কি চলছে না বোঝার উপায় নেই।

৫. সরকারি সার্ভারে ডেটা চালান রুখতে মোড ক্রিয়েট করা যায়। কিন্তু যে তথ্যগুলি জমা দেওয়া হচ্ছে, সেগুলি কোথাও তো যাচ্ছে। সেখানে এই ডেটা নিরাপদ কিনা সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে না।