মস্কো: রাশিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা। সংস্কৃতি মন্ত্রী ওলগা লিউবিমোভা এই তালিকায় এখনও পর্যন্ত শেষ সংযোজন, গতকাল ৩৯ বছরের এই মহিলার শরীরে করোনা ধরা পড়েছে। তবে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন তিনি, ফলে হাসপাতালে পাঠানোর প্রশ্ন নেই, জানিয়েছে রুশ সংস্কৃতি মন্ত্রক।
ওলগা এখন নিজের বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন, কাজকর্ম চালাচ্ছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
এর আগে গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সহ তিনজনকে করোনার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ধীরে সেরে উঠছেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জ্বরের প্রকোপ আসার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী কাজ করছেন বলেও তিনি জানিয়েছেন। পুতিন নিজে স্বাস্থ্যরক্ষার জন্য যত দূর যা করার করছেন, জানিয়েছে ক্রেমলিন। যত দূর সম্ভব কম লোকজনের সঙ্গে দেখা করছেন তিনি, যাঁরা এখনও তাঁর সঙ্গে কাজ করছেন, তাঁদের পরনে সুরক্ষামূলক পোশাক, প্রতিদিন তাঁদের স্বাস্থ্যপরীক্ষা হচ্ছে।
মস্কোর করোনা আক্রান্তদের হাসপাতালে পুতিনকে দেখা যাওয়ায় জল্পনা শুরু হয়, তাঁরও করোনা হয়েছে। কারণ দিনকয়েক পর ওই হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারের শরীরে করোনা ধরা পড়ে। যদিও ক্রেমলিন সেই জল্পনা উড়িয়ে দেয়, বলে, পুতিনের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি।
ওদিকে প্রধানমন্ত্রী মিশুস্টিন ছাড়াও হাসপাতালে ভর্তি নির্মাণ মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুসেভ, তাঁর অবস্থা স্থিতিশীল। নির্মাণ বিভাগের প্রতিমন্ত্রী দিমিত্রি ভোলকোভেরও করোনা হয়েছে, তিনিও হাসপাতালে রয়েছেন। রাজধানী মস্কোয় লকডাউন, বিদেশি আনাগোনা নিষিদ্ধ করা, আন্তর্জাতিক উড়ান, ট্রেন যাতায়াত সব বন্ধ করা সত্ত্বেও করোনা সংক্রমণে রাশিয়া বিশ্বে পঞ্চম, সেখানে গতকাল পর্যন্ত ১৬৫,০০০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এবার সংস্কৃতি মন্ত্রী ওলগা লিউবিমোভা, রাশিয়ায় ৪ প্রশাসনিক প্রধান করোনা আক্রান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 10:07 AM (IST)
ওলগা এখন নিজের বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন, কাজকর্ম চালাচ্ছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -