আমরাই আপনার ছেলেমেয়ে, পোস্টার হাতে বৃদ্ধের জন্মদিন পালন করল অসম পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2020 10:38 AM (IST)
৭৮-এ পা দিয়েছেন কেপি আগরওয়াল। লকডাউনের জেরে এখন একাই থাকছেন তিনি, বাকিরা আটকে পড়েছেন অন্যত্র।
গুয়াহাটি: করোনা আবহে গোটা বিশ্ব এখন ঘরবন্দি। ছোটদের জন্মদিনগুলো তবু বাড়িতে পায়েস টায়েস করে উদযাপন করা হচ্ছে কিন্তু বড়রা? বিশেষ করে যাঁরা বৃদ্ধ হয়েছেন, তাঁদের জন্মদিন এমনিতেই কারও মনে থাকে না, এবার তো আরও খরচের খাতায়। এর মধ্যে দৃষ্টান্ত তৈরি করল অসম পুলিশ। ৭৮ বছরে পা দেওয়া এক ব্যক্তির বাড়ি গিয়ে তাঁর জন্মদিন পালন করল তারা। ৭৮-এ পা দিয়েছেন কেপি আগরওয়াল। লকডাউনের জেরে এখন একাই থাকছেন তিনি, বাকিরা আটকে পড়েছেন অন্যত্র। জন্মদিনটাও যাতে এভাবে না কাটে, তাই তাঁর দোরগোড়ায় পৌঁছে গেল অসম পুলিশ। তাঁর মাথায় টুপি পরিয়ে, কেক খাইয়ে, জন্মদিনের গান গেয়ে চলল ছোট্ট উৎসব। পুলিশকর্মীদের হাতে ছিল পোস্টার, তাতে লেখা, আমি আপনার ছেলে, আমি আপনার মেয়ে। দেখুন সেই ভিডিও