কলকাতা: এ দেশে দারুণ সারা ফেলেছে সরকারি আরোগ্য সেতু অ্যাপ। ২ এপ্রিল লঞ্চ করা হয়েছে এই অ্যাপটি। আর লঞ্চিংয়ের ৪০ দিন কাটতে না কাটতেই এই অ্যাপ ১০ কোটির বেশি ডাউনলোড হয়েছে। এ ব্যাপারে টুইট করেছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।



কেন্দ্র এই অ্যাপ তৈরি করেছে করোনা সংক্রমিতদের থেকে সুস্থ মানুষদের শারীরিকভাবে দূরে রাখতে। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা আশপাশে করোনা সংক্রমিতদের সংখ্যা জানতে পারবেন। এভাবে সংক্রমণ রোখা যাবে বলে দাবি করেছে কেন্দ্র।

যদিও ফ্রান্সের জনৈক হ্যাকার ও সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ দাবি করেছেন, এই অ্যাপের নিরাপত্তা জোরদার নয়, ৩ কোটি ভারতবাসীর ব্যক্তিগত তথ্য এর মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে। যদিও এই দাবি খারিজ করেছে সরকার। আরোগ্য সেতু অ্যাপের টুইটার হ্যান্ডল বলেছে. নিয়মিত এই অ্যাপের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। টিম আরোগ্য সেতু সবাইকে আশ্বস্ত করছে যে এই অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার কোনও আশঙ্কাই নেই।