কলকাতা: এক ফ্রেমে যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের গোটা জীবন। একদিনে যীশু সেনগুপ্ত, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিভিন্ন চরিত্র কিংবদন্তি চরিত্রেরা, অন্যদিকে বয়স্ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাসিমুখ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'অভিযান' (Abhijaan)-এর নতুন পোস্টার শেয়ার করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 


সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকে রুপোলি পর্দায় বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। তাঁর বয়সকালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নিজেই। আজ এই ছবির নতুন পোস্টার রিলিজ করলেন খোদ পরিচালক। এর আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ফের একবার রুপোলি পর্দায় বাংলার কিংবদন্তিকে দেখতে উৎসুক মানুষ। 


'অভিযান'-এর অভিযান


পরমব্রত জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ধাপকে তুলে ধরা হবে এই ছবিতে। যেমন থাকবে রুপোলি পর্দায় সৌমিত্রের বিশ্বজয়ের গল্প, তেমনই থাকবে নাটকের মঞ্চ এমনকি তাঁর রাজনৈতিক ধ্যানধারণার কথাও। ছবিতে থাকবে স্কুল ও কলেজ জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন অজানা ঘটনাও।


আরও পড়ুন: পাথরে অধিষ্ঠিত রহস্যময়ী নারীমূর্তি, মুক্তি পেল 'বনবিবি'-র প্রথম পোস্টার


কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ট্রেলার শেয়ার করে নিয়েছিলেন পরমব্রত। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন ও অন্যান্যরা। ভিডিও পোস্ট করে পরমব্রত লিখেছেন, '১ বছর আগে আমার 'অভিযান' এর ট্রেলার মুক্তি দিয়েছিলাম। তারপর করোনা আমাদের ছবির মুক্তি আটকে দিয়েছিল। এই বছর, আমাদের ছবি মুক্তির আর ১ মাসও বাকি নেই। খুব গর্বের সঙ্গে ছবির কিছু কিছু ঝলক ভাগ করে নিচ্ছি। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'অভিযান' (Avijaan)।


সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।


" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">