নয়াদিল্লি: ফরাসি যুদ্ধ বিমান রাফালে পুজো করা নিয়ে হাসির পাত্র হয়ে উঠেছেন প্রতিরক্ষামন্ত্রী! গায়ে ওম আঁকা তারপর রাফালের চাকায় লেবু দেওয়া, এমন শস্ত্র পুজোয় রাজনাথ সিংহকে নিয়ে হাসিঠাট্টা চলছে সোশ্যাল মিডিয়ায়। রাজনাথের পুজো নিয়ে ঠাট্টা করতে ছাড়েনি কংগ্রেসও। প্রবীন নেতা মল্লিকার্জুন খাড়্গে পর্যন্ত বলেছেন ফ্রান্সে গিয়ে ‘তামাশা’ করছেন রাজনাথ সিংহ। সংবাদ সংস্থাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় খাড়্গে বলেন, “বিদেশে গিয়ে এমন তামাশা করার প্রয়োজন নেই। বোফর্স কেনার সময়ও কেউ এমন দেখনদারি করেনি।”


যদিও দলেরই প্রবীননেতার সঙ্গে সহমত হননি কংগ্রেসের আরও এক শীর্ষ নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। একটি ট্যুইটে তিনি লিখেছেন, “যদি কোনও ভারতীয় দেশের রীতি মেনে পুজো করেন তা নিয়ে হাসি ঠাট্টা করার কোনও প্রয়োজন নেই। প্রতিরক্ষামন্ত্রী কেবল কিছু রীতি পালন করেছেন।”





খাড়্গের বক্তব্যের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরূপমও। তিনি বলেন, “খাড়্গে জি একজন নাস্তিক মানুষ। শস্ত্র পুজো নতুন নয়, এটা প্রাচীন রীতি। সবাই খাড়্গে জি-র মতো নাস্তিক নন।”


তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। শাসক দলের পক্ষে বিবৃতি দিয়ে বলা হয়, “বায়ুসেনার আধুনিকীকরণ নিয়ে কংগ্রেসের সমস্যা। ভারতীয় রীতিনীতি নিয়ে তাদের সমস্যা। কংগ্রেস কুত্রোচ্চির মন্ত্র যপ করে, স্বাভাবিকভাবেই শস্ত্র পুজোয় সমস্যা হবে। খাড়্গে জি-কে ধন্যবাদ আমাদের ফের বোফর্স কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।”