চেন্নাই: করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলল দেশের ব্যাঙ্কিং সেক্টরে। সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে প্রায় ১৩০০ ব্যাঙ্ক কর্মীর। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অবস্থার আরও অবনতি ঘটেছে। এমনই জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-র এক আধিকারিক।
ফেব্রুয়ারি মাস পর্যন্ত সংখ্যাটা ছিল ৬০০। যদিও এরপর থেকে আর থামার নাম নেয়নি কোভিড সংক্রমণে ব্যাঙ্ককর্মীদের মৃত্যুর সংখ্যা। মে মাসের মধ্যেই ৭০০ আরও ব্যাঙ্ককর্মীর মৃত্যু হয়। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত ব্যাঙ্কিং সেক্টরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ জন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-এর চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতাকে চিঠি লিখেছেন AIBEA-র জেনারেল সেক্রেটারি সিএইচ ভেঙ্কটাচলম।
চিঠিতে ভেঙ্কটাচলম লিখেছেন, ''ব্যাঙ্ককর্মীদের কোভিড টিকাকরণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখছে না সরকার। এখন কিছু রাজ্য সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে মাত্র। ব্যাঙ্ককর্মীদের টিকাকরণের ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নিজেদের কাজ করলেও তাঁদের বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে না।''
এখানেই থেমে থাকেনি ভেঙ্কটাচলমের আক্ষেপ। AIBEA-র জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, বহু রাজ্যে বাড়ি থেকে ব্যাঙ্কে আসতে সমস্যার সৃষ্টি হচ্ছে। লকডাউন, কার্ফুর সঙ্গে পর্যাপ্ত যানবাহন না থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে ব্যাঙ্ককর্মীদের। বহু ক্ষেত্রে স্থানীয় পুলিশকর্মীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। কিছু ক্ষেত্রে পুলিশের হেনস্থা বা অপমানের শিকার হচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। ব্যাঙ্কে আসতে বা বাড়ি যেতে গিয়ে সমস্যা হচ্ছে তাঁদের।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যাঙ্কিং ইউনিয়নগুলিকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ভেঙ্কটাচলম। তাঁর আবেদন, অবিলম্বে এই মিটিংয়ের বিষয়ে উদ্যোগী হোক ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)। এমনকী মহামারী পরিস্থিতিতে State Level Bankers' Committee (SLBC) ও রাজ্য সরকার ব্যাঙ্ক পরিচালনার একত্রিত গাইডলাইন দিক। যা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
IBA-এর চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতাকে লেখা চিঠিতে আরও কয়েকটি দাবি রেখেছেন ভেঙ্কটাচলম। তাঁর আবেদন, প্রতি সপ্তাহে কোভিড বুলেটিন প্রকাশ করুক আইবিএ। সেখানে আক্রান্তের পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে কোভিডে মৃত কর্মীদের নাম প্রকাশ করা হোক।