কলকাতা: ভোটগ্রহণ শেষ হল গুজরাতে। আর এদিনই বেরোল এবিপি সি ভোটারের গুজরাতের এক্সিট পোল সমীক্ষা। ওই সমীক্ষায় যা তথ্য় মিলেছে, তাতে দেখা যাচ্ছে গুজরাতে এবার পদ্মশিবিরের ঝড় উঠতে পারে। বিপুল সংখ্যক আসন নিয়ে ফের গুজরাতের মসনদে আসতে পারে বিজেপি। শুধু তাই নয় ২০১৭ সালের চেয়েও অনেকটা বেশি  আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। আর উল্টোদিকে অনেকটা কমে যেতে পারে কংগ্রেসের আসন সংখ্যা। এ বারই গুজরাতে লড়াইয়ের ময়দানে নেমেছিল আপ। এবিপি সি ভোটার এক্সিট পোল বলছে তারাও খাতা খুলতে পারে।


কে কটা আসন পেতে পারে?



  • এবিপি সি ভোটার এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ১২৮-১৪০ টি আসন।

  • কংগ্রেস পেতে পারে ৩১-৪৩টি আসন।

  • আপ পেতে পারে ৩-১১টি আসন।

  • অন্যান্যরা পেতে পারে ২-৬টি আসন।


কার কত ভোট শেয়ার?
সমীক্ষা দেখাচ্ছে ২০২২ সালের ভোটে বিজেপির ভোট শেয়ার ৪৯.০৪ শতাংশের আশেপাশে থাকবে। ২০১৭ সালেও মোটামুটি এমনই ভোট শেয়ার ছিল বিজেপির। উল্টোদিকে আগেরবারের তুলনায় অনেকটা কমে যাবে কংগ্রেসের ভোট। এবার গুজরাতে কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৩২.৫ শতাংশ ভোট। যেখানে গত বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ৪১.৪ শতাংশ ভোট। অন্যদিকে প্রথমবারের জন্য গুজরাতে লড়াইয়ের ময়দানে নেমে চমক দিতে পারে আপও, অন্তত তেমনই বলছে সমীক্ষা। 'দিল্লি মডেল'- নিয়ে প্রায় গোটা গুজরাতে প্রচার চালিয়েছিল আপ। তাদের প্রচারে স্বাস্থ্য ও শিক্ষার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। সমীক্ষা বলছে আপ এবার ৩-১১টি আসন পেতে পারে।


এখনও পর্যন্ত গুজরাতে বিজেপির সবথেকে ভাল ফল হয়েছিল ২০০২ সালের নির্বাচনে। গোধরা পরবর্তী ওই নির্বাচনে ১২৭টি আসন পেয়েছিল বিজেপি। ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার কী সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি? উত্তর মিলবে ৮ ডিসেম্বর।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুজরাতের বিধানসভা নির্বাচনের ফল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সামনের বছরেই কর্নাটক, রাজস্থান, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে নির্বাচন রয়েছে। তার আগে গুজরাতে জয় পেলে তা বিজেপির জন্য অনেকটাই স্বস্তির হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

(সি ভোটার এক্সিট পোল/ পোস্ট পোল ব্যক্তিগত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই সমীক্ষার ফলাফল এসেছে। ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যের জনবিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই সমীক্ষা হয়েছে। সব বিধানসভা ক্ষেত্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মার্জিন অব এরর ম্যাক্রো লেভেলে +/- ৩ শতাংশ এবং মাইক্রো লেভেলে +/- ৫ শতাংশ।) 


আরও পড়ুন: 'সব টাকা, গুন্ডা আর অস্ত্র বিজেপির জন্য আসছে', বানারহাটে অর্থ উদ্ধারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর