নয়া দিল্লি: ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনের প্রতি অটল প্রতিশ্রুতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবিপি নেটওয়ার্কের ইন্ডিয়া আনশেকেন অনুষ্ঠানে স্যালুট টু সিন্দুর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী অপারেশন সিঁদুরের সময় যৌথ বাহিনীর বীরত্বের প্রতি শ্রদ্ধা জানান এবং ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথাও স্মরণ করেন।
এর পাশাপাশি ভারতের উপর আমেরিকার শুল্ক নীতি নিয়েও কড়া মন্তব্য রাখেন রাজনাথ সিং। তিনি বলেন, "কখনও কখনও বিদেশী শক্তিগুলি ভারতের উপর অযথা চাপ প্রয়োগ করে তাদের নত করার চেষ্টা করে, কিন্তু প্রধানমন্ত্রী মোদি এর কাছে মাথা নত করেন না। প্রধানমন্ত্রী মোদি শুল্কের বিষয়ে স্পষ্টভাবে তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, যা প্রশংসনীয়।"
এর পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করার লক্ষ্যে জোর দিয়েছেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, “ভারত তার স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করছে। এই সময়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল আমাদের নাগরিকদের মধ্যে জাতীয় গর্ব এবং সংকল্পকে শক্তিশালী করা। আজ, ভারত তার সিদ্ধান্তে অটল, এবং বিশ্বের কোনও শক্তি এটিকে টলাতে পারবে না। এই অনুষ্ঠানের থিম, "অটল ভারত" কেবল একটি থিম নয় বরং একটি জাতীয় সংকল্পের প্রকাশ। চল্লিশ কোটি নাগরিক তাদের নিষ্ঠা, ত্যাগ এবং অধ্যবসায় দিয়ে একটি স্বাধীন ভারত গড়ে তুলেছে। যদি তারা তা অর্জন করতে পারে, তাহলে আগামী ২২ বছরে ১৪০ কোটি ভারতীয় কেন একটি উন্নত জাতি গড়ে তুলতে পারবে না?”
এবিপি নেটওয়ার্কের অনুষ্ঠানে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথাও স্মরণ করেন রাজনাথ সিং। সেনা, নৌ, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক আহ্বানের কথা স্মরণ করেন তিনি। রাজনাথ সিংয়ের কথায়, 'আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে তারা দশ দিনের মধ্যে কোনও অভিযান পরিচালনা করতে প্রস্তুত কিনা। প্রত্যেক প্রধান বলেছিলেন, 'স্যার, আমরা প্রস্তুত,'।
স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী আশ্বস্ত করেন যে সরকার সবসময় দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে চলতে আগ্রহী। "ভারত মাথা নত করবে না। দেশ তার অবস্থানে অটল থাকবে", এমনটাই মন্তব্য রাজনাথ সিংয়ের।