নানদেদ: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর বিধিনিষেধের জন্য শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন যোগাযোগ করতে পারেননি। যা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ও অধুনা রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর। কেন্দ্রের বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।

সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হওয়ার পর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তের পর অশান্তি ছড়িয়েছিল উপত্যকায়। ইন্টারনেট, মোবাইল পরিষেবা-সহ যোগাযোগের বিভিন্ন মাধ্যমে কোপ পড়েছিল। বিভিন্ন বিধিনিষেধও জারি করা হয়েছিল।

ঊর্মিলার অভিযোগ, সেই বিধিনিষেধের কোপে কাশ্মীরে বসবাসরত তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন যোগাযোগ করতে পারেননি তাঁর স্বামী। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘শুধু সংবিধানের ৩৭০ ধারা রদ করা নিয়েই প্রশ্ন উঠছে না, প্রশ্ন উঠছে যেরকম অমানবিকভাবে সেটা প্রয়োগ করা হয়েছে তা নিয়েও।’ তারপরই ক্ষোভের সঙ্গে অভিনেত্রী ও গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে হেরে যাওয়া ঊর্মিলা বলেছেন, ‘আমার শ্বশুর ও শাশুড়ি কাশ্মীরে থাকেন। দুজনেই ডায়াবিটিসে আক্রান্ত। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। আদ ২২ দিন হয়ে গেল আমি বা আমার স্বামী ওঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারিনি। এটাও জানি না যে, বাড়িতে ওঁরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না।’