পটনা: বিহারের গোপালগঞ্জে বাড়ি নির্মাণের বকেয়া টাকা চাইতে যাওয়া এক ঠিকাদারকে পুড়িয়ে মারা হল। গুরুতর জখম ওই ঠিকাদারকে গোরক্ষপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
গোপালগঞ্জের গণ্ডক কলোনির গণ্ডক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মুরলীধর সিংহের বাড়িতে এই ঘটনা ঘটেছে। মৃত ঠিকাদারের নাম রমাশঙ্কর সিংহ। তাঁর ছেলে রাণা প্রতাপ সিংহ অভিযোগ করেছেন, নিজের বাড়ি নির্মাণের পর বকেয়া টাকা দেওয়ার জন্য মুরলীধর রমাশঙ্করের কাছে ১৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন।
চিফ ইঞ্জিনিয়ারের বাসভবন তৈরির বরাত পেয়েছিলেন রমাশঙ্কর। বাসভবন তৈরিতে খরচ পড়ে প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা। বাড়ি সম্পূর্ণ হয়ে গেলেও প্রায় ৬০ লাখ টাকা বকেয়া ছিল তাঁর। কিন্তু অভিযোগ, মুরলীধর জানিয়ে দেন, ১৫ লাখ টাকা ঘুষ না দিলে ওই টাকা তিনি ছাড়বেন না। ঘুষ দিতে নারাজ রমাশঙ্কর এ নিয়ে কথা বলতে মুরলীধরের নবনির্মিত বাসভবনে যান। সেখানেই গার্ড রুমে তাঁর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় তাঁকে।
মৃতের পরিবার অভিযোগের আঙুল তুলেছে চিফ ইঞ্জিনিয়ার, তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে। এ ব্যাপারে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।
১৫ লাখ টাকা ঘুষ দিতে চাননি, বিহারের গোপালগঞ্জে ঠিকাদারকে জ্যান্ত পুড়িয়ে খুন
ABP Ananda, Web Desk
Updated at:
30 Aug 2019 12:36 PM (IST)
মৃতের পরিবার অভিযোগের আঙুল তুলেছে চিফ ইঞ্জিনিয়ার, তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে। এ ব্যাপারে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -