কলকাতা: প্রথম টেস্টে জয় এসেছে রেকর্ড রানে। এবার জামাইকা টেস্ট জিতে নিখুঁতভাবে সিরিজ জয় সম্পূর্ণ করতে চায় বিরাট কোহলির দল। ঐতিহাসিক সাবিনা পার্কে আজ থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে।


অ্যান্টিগা টেস্ট ভারত জিতেছে ৩১৮ রানে। বিদেশের মাটিতে এটাই তাদের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানে জয়। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলই বিশ্বের সেরা ক্রিকেট দল। আছেন জশপ্রীত বুমরাহ, ঈশান্ত শর্মা ও মহম্মদ সামির মত তিন সিমার, যাঁরা অ্যান্টিগা টেস্টে ১০টি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন, রবীন্দ্র জাডেজার মত অল রাউন্ডার যিনি সাপোর্টিং স্পিনারের কাজ দুর্দান্ত সামলাতে পারেন, প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় রান তুলে দিয়েছেন, এবং সর্বোপরি অধিনায়ক রান মেশিন বিরাট কোহলি ও তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া অজিঙ্ক্য রাহানে, নবাগত হনুমা বিহারী। অজিঙ্ক্য প্রথম টেস্টে করেছেন ১৮৩, হনুমা ৯৩।

উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার প্রথম টেস্টে পুরোপুরি ধসে যায়, দ্বিতীয় ইনিংয়ে ১০০-র বেশি রান তুলতে পারেনি তারা। টি২০, একদিনের আন্তর্জাতিক ও টেস্ট- ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাটিং বিপর্যয় আয়োজক দেশকে ভোগাচ্ছে। ফলে পেসাররা যথেষ্ট ভাল বল করলেও তার সুফল পাচ্ছেন না তাঁরা।

অতএব জ্যাসন হোল্ডারের দলকে সিরিজে ফিরতে হলে ব্যাটসম্যানদের রান পেতেই হবে।