বর্ধমান: ৬ মাসের ব্যবধানে ফের বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। ভেঙে পড়ল স্টেশনের সেই মূল প্রবেশ দ্বারের ফলস সিলিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। যদিও সেই দাবি খারিজ করেছে রেল।
আজ বেলা সাড়ে দশটা নাগাদ আচমকা ভেঙে পড়ে পোর্টিকোর ফলস সিলিংয়ের একাংশ। পরিযায়ী শ্রমিকদের দাবি, সেইসময় তাঁদের থার্মাল স্ক্রিনিং চলছিল। এতে একজন আহতও হন। যদিও এই দাবি মানতে রাজি নয় রেল।
বর্ধমান স্টেশনের মূল প্রবেশ দ্বারের এই অংশটিই চৌঠা জানুয়ারি রাতে ভেঙে পড়ে। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়। পরে ভেঙে পড়া অংশটির পুনর্নির্মাণ করা হয়।
৬ মাসের মাথায় ফের দুর্ঘটনা বর্ধমান স্টেশনে, ফলস সিলিং ভেঙে আহত ১, দাবি প্রত্যক্ষদর্শীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 02:20 PM (IST)
আজ বেলা সাড়ে দশটা নাগাদ আচমকা ভেঙে পড়ে পোর্টিকোর ফলস সিলিংয়ের একাংশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -