মুম্বই: পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে করোনা টিকা নিয়ে গবেষণার জন্য ৩০টি রেসাস হনুমান ধরার ব্যাপারে অনুমোদন দিল মহারাষ্ট্র সরকার।  চিকিৎসা গবেষণায় বিপুলভাবে ব্যবহৃত এই রেসাস হনুমান দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া যায়।

৪ থেকে ৫ বছরের হনুমানদের এনআইভি-র গবেষণায় ব্যবহার করা হবে, বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

শুধু অভিজ্ঞ কর্মীরাই এই কাজ করবেন, নিরাপদে, কোনওরকম আঘাত না করে হনুমান ধরবেন তাঁরা। এবং কোনওভাবেই এই প্রকল্প বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে না বলে রাজ্য সরকার শর্ত দিয়েছে।