নয়াদিল্লি: ডাক্তারি পড়ুয়াদের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC)। দেশের মেডিক্যাল কলেজগুলির উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে, স্নাতকোত্তর ল্তরের পড়ুয়াদের উপযুক্ত থাকার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। কিন্তু পড়ুয়াদের হস্টেল নিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। নির্দেশ লঙ্ঘন করলে করা পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হল। (National Medical Commission) সব কলেজ, প্রতিষ্ঠানকে নির্দেশ মানতে বলা হয়েছে


আগেও বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার পরও ভূরি ভূরি অভিযোগ


Post Graduate Medical Education Regulation (PGMER) 2023-র ৫.৬ বিধির উল্লেখ করে ওই নির্দেশিকার প্রকাশ করা হয়েছে। আগে একাধিক বার এ নিয়ে বিজ্ঞপ্তি জরা করা হলেও, বার বার সতর্ক করা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের হস্টেল নিতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠছে লাগাতার। সেই কারণেই ফের নির্দেশিকা জারি করা হল। (Post Graduate Medical Education Regulation 2023)


NMC-র তরফে জারি করা ওই নির্দেশিকায় বলে হয়েছে, স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে থাকা নিয়ে আগেও বিজ্ঞপ্তি দেওয়া হয়। PGMER-এর ৫.৬ বিধিতে পরিষ্কার বলা রয়েছে, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের থাকার উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। কিন্তু পড়ুয়াদের হস্টেল নিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।


আরও পড়ুন: Ancient Education System of India: নালন্দা-তক্ষশিলার ঐতিহ্য অতীত, একদা 'বিশ্বগুরু' ভারতে আজ শিক্ষার যা অবস্থা...


এ প্রসঙ্গে, ২০০০ সালের PGMER বিধিরও উল্লেখ করে NMC. তাদের দাবি, পড়ুয়াদের হস্টেলে নিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা আগেও ছিল না। সেই নিয়ে পরিষ্কার নির্দেশও দেওয়া হয়। তার পরও একাধিক অভিযোগ জমা পড়েছে, যেখানে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ুয়ারা জানাচ্ছেন, নির্ধারিত হস্টেলে তাঁদের নিতে বাধ্য করছে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ এবং প্রতিষ্ঠানগুলি, তার জন্য চাওয়া হচ্ছে মোটা টাকাও। এটি সরকারি নিয়মের পরিপন্থী।


নির্দেশ লঙ্ঘনে জরিমানা, আসন বাতিল, হুঁশিয়ারি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের


দেশের সমস্ত মেডিক্যাল কলেজ এবং প্রতিষ্ঠানকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে NMC. কোথাও কোনও লঙ্ঘন চোখে পড়লে, সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। মোটা টাকা জরিমানা করা হতে পারে, কমিয়ে দেওয়া হতে পারে আসনসংখ্যা। ভর্তিও বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। ভারতে চিকিৎসা শিক্ষার নিয়ন্ত্রক সংগঠন এই NMC.  


Education Loan Information:

Calculate Education Loan EMI