স্বামী স্ত্রী থাকেন বরাহনগরের তাঁতিপাড়ায়। স্বামী কাজ করতেন একটি কারখানায়, স্ত্রী সেলাই করতেন ব্লাউজ। কিন্তু লকডাউনে দুজনেরই কাজ চলে গিয়েছে, এখন সম্পূর্ণ বেকার। কিন্তু এঁরা দুজনেই অসুস্থ। স্বামী ভুগছেন স্নায়ুঘটিত অসুখে, স্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা। ভদ্রলোকের মাসে প্রায় হাজার টাকার ওষুধ লাগে, ভদ্রমহিলার ওষুধের খরচ পাঁচশ-সাড়ে পাঁচশর মত। সোশ্যাল মিডিয়ায় তাঁরা আবেদন করেন, যদি এই সময়টা কেউ তাঁদের ওষুধ কিনে দিয়ে সাহায্য করেন, তবে বড় উপকার হয়। দেখুন সেই ভিডিও
জানতে পেরে এগিয়ে আসেন অভিনেতা ও ঘাটাল কেন্দ্রের সাংসদ দেব অধিকারী। তিনি জানান, এই পরিবারের ওষুধের দায়িত্ব নিলেন তিনি।
প্রতিশ্রুতিমত ওষুধ পৌঁছে যায় পরিবারটির কাছে।
দেবের ম্যানেজার সায়ন্তন রায় জানিয়েছেন, আজ থেকে টলিউড অভিনেতা ওই পরিবারের যাবতীয় ওষুধপত্রের দায়িত্ব নিলেন।