নয়া দিল্লি : পার্কিং বিরোধের জেরে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই। সূত্রের খবর, দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং বিরোধের জেরে বচসা বাঁধে। সেই বিরোধ গড়ায় হিংসায়। অভিত্রেত্রী ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। পরিণাম হয় ভয়ঙ্কর।
অভিনেত্রী হুমা কুরেশির তুতো-ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাত ১১টার নাগাদ নিজামুদ্দিনের জঙ্গপুরা ভোগল লেনে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্রে খবর, আসিফের বাড়ির প্রধান ফটকের সামনেই দুই চাকার গাড়ি পার্ক করা ছিল। সম্ভবত সেটি সরিয়ে নিতে বলা থেকেই দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আক্রমণের পর, আসিফকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আসিফের স্ত্রী এবং আত্মীয়-স্বজনদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে এত বড় হিংসার ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে এর আগেও এই পার্কিং করা নিয়ে ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার, আসিফ যখন কাজ থেকে ফিরে আসেন, তখন তিনি বাড়ির প্রধান প্রবেশপথের সামনেই ওই প্রতিবেশীর দু-চাকার গাড়িটি দেখতে পান। তিনি তখন তাদের গাড়িটি সরাতে বলেন। এরপরই বাঁধে বচসা। আসিফের স্ত্রীর মতে, অভিযুক্তরা ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়ার পরিবর্তে আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয়। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ২ জনের নাম উজ্জ্বল ও গৌতম । দুই জনেরই বয়স ২০র নিচে। তদন্ত চলছে।
ঘটনার গা-শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। হুমার তুতো ভাই আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি জানিয়েছেন, ঘটনার সূত্রপাত রাত নটা-সাড়ে নটা নাগাদ । প্রথমে কথা কাটাকাটির পর অভিযুক্তরা চলে গেলেও, পরে ফিরে আসে ফের হুমকি দিতে থাকে। এরপর আসিফকে পরপর কোপ মারা শুরু হয়। তিনিও আসিফের ভাইকে ডেকে পাঠান। কিন্তু তিনি আসার আগে বিপদ যা ঘটার ঘটে গিয়েছে। রক্তবন্যা বয়ে গিয়েছে।
এই ঘটনায় এখনও হুমা কুরেশির প্রতিক্রিয়া মেলেনি।