কিন্তু সাংসদ-অভিনেত্রী অকুতোভয়। এবার দেবী দুর্গার ভূমিকায় নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
আর তাতে রেগে আগুন মুসলিম মৌলবাদীরা। ঘৃণা ভরা মন্তব্য তো এসেছেই, নুসরতকে খুনের হুমকি দিতেও পিছপা হয়নি তারা। দেখুন এমনই কিছু মন্তব্যের নমুনা
দেখুন আরও কিছু মন্তব্য
নুসরত অবশ্য এ সব উড়িয়ে দিচ্ছেন। তাঁর কাছে সব ধর্ম সমান, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।