নয়াদিল্লি: ঘরের মেয়ে ঘরে ফিরল। সম্পূর্ণ হল বৃত্ত। বিজেপিতে ফিরলেন দক্ষিণ ভারতের খ্যাতনামা অভিনেত্রী তথা রাজনীতিবিদ বিজয়শান্তি। রবিবার কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর বিজেপি ফিরে আসার জল্পনা জোরদার হচ্ছিল।
সোমবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন বিজয়শান্তি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা তাঁর।
১৯৯৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে অবশ্য টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দল পাল্টে চলে যান তেলঙ্গানা রাষ্ট্র সমিতিতে। টিআরএসের টিকিটে মে়ডাক কেন্দ্র থেকে সাংসদ হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন।এরপর দক্ষিণী দলের সঙ্গে দূরত্ব বাড়ে বিজয়শান্তির। ফের ঘর বদল। যোগ দিয়েছিলেন শতাব্দীপ্রাচীন কংগ্রেসে। ফের রাজনৈতিক রং বদলে ফিরলেন বিজেপিতেই।
গত অক্টোবরে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খুশবু সুন্দর। সম্প্রতি কংগ্রেস থেকে শিবসেনা শিবিরে এসেছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর।
Vijayashanthi: ঘর ওয়াপসি! কংগ্রেস ছেড়ে ফের বিজেপিতে বিজয়শান্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2020 06:20 PM (IST)
সোমবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন বিজয়শান্তি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার কথা তাঁর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -