শাহাবাদ: করোনা রুখতে বিশ্ব জুড়ে পিপিই পরে চিকিৎসা করে চলেছেন চিকিৎসক-নার্সরা। এবার সেই পিপিইতে ঢেকে বিয়ে সারলেন  পাত্র-পাত্রী। যাগযজ্ঞের ঘাটতি ছিল না। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শাহাবাদ জেলায়।

রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আরও ৪৩০ কিলোমিটার গেলে পড়বে শাহাবাদ জেলা। সেই জেলা সাক্ষী থাকল  করোনা-কালে এক অভিনব বিবাহের। দিনক্ষণ দেখে বিয়ে ঠিক করা ছিল আগেই। কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়েন কনে। প্রথমটায় চিন্তায় পড়ে যান তাঁরা।  কিন্তু বিয়ে পিছোনোর পথে হাঁটেননি। যাগযজ্ঞ করেই বিয়ের অনুষ্ঠান সারেন। তবে তাঁদের থেকে আরও কারও মধ্যে যাতে ভাইরাস না ছড়ায় তাই সতর্কতা অবলম্বনে ঘাটতি রাখেননি বরকনে। মাস্ক, ফেসশিল্ড, গ্লাভস তো ছিলই। নিজেদের আদ্যোপান্ত  মুড়ে ফেলেন পিপিইতে। পিপিই-র উপরে পাগড়ি পরেছিলেন বর।


হাজার হোক বিয়ে বলে কথা! পিপিই পরেছিলেন পুরোহিত ও পুরোহিতের সহকারীও। এ ভাবেই বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে তাঁরা একে অন্যের সঙ্গে  আজীবন পথ চলার শপথ নিয়েছেন।