হায়দরাবাদ: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ব্যবসায় পদার্পণ ঘটেছে আগেই। এবার নৌবাহিনীর জন্য নিজেদের তৈরি ড্রোন সামনে আনল আদানি গোষ্ঠী। দেশীয় প্রযুক্তিতে তৈরি দৃষ্টি ১০ 'স্টারলাইনার' আনম্যান্ড এরিয়্যাল ভেহিকল (UAV) নামের, স্বয়ংক্রিয় ওই ড্রোনের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার বুধবার সেটির উদ্বোধন করেন। (Adani Group Drone)
আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্য়বহারের উপযোগী যেমন, তেমনই আকাশপথে নজরদারি চালাতে এই ড্রোন এগিয়ে রাখবে ভারতকে। ভারতের স্বতন্ত্রতা রক্ষায় নৌবাহিনীর সম্পদ হয়ে উঠবে এই ড্রোন। যে কোনও পরিবেশে কার্যকরী এই ড্রোন, ঝড়-ঝঞ্ঝা সইতেও সক্ষম। (Adani Defence)
দৃষ্টি ১০ 'স্টারলাইনার' ড্রোন মাঝারি উচ্চতায়, একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম বলে জানানো হয়েছে। শুধু তাই নয় ৪৫০ কেজি পেলোড বইতেও সক্ষম এই ড্রোন। এই ড্রোন ইতিমধ্যেই STANAG-4671 সার্টিফিকেট পেয়েছে, যার আওতায় সেনার তরফে এই ড্রোনকে যে কোনও ঋতুতে, যে কোনও আবহাওয়ায় উড়ানের ছাড়পত্র দেওয়া হয়েছে। ড্রোনের জন্য নির্ধারিত আকাশপথ ধরে যেমন এগোতে পারবে এই ড্রোন, তেমনই তার বাইরেও গোটা আকাশে এই ড্রোনকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। মাঝ আকাশে সংঘর্ষ এড়ানোর প্রযুক্তি থাকার দরুণই এই অনুমোদন মিলেছে বলে খবর।
নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার জানিয়েছেন, উপকূল নজরদারিতে আত্মনির্ভর হয়ে ওঠার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আদানি গোষ্ঠী গত কয়েক বছর ধরেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছিল। ভারতীয় নৌবাহিনীর হাতে উপযুক্ত ড্রোন তুলে দিতে চেষ্টায় কোনও খামতি ছিল না তাদের। বুধবার হায়দরাবাদের আদানি এ্যারোস্পেস পার্ক থেকে ড্রোনটিকে ওড়ান তিনিই।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে শীর্ষে নিয়ে যেতে আদানি ডিফেন্স অ্যান্ড এ্যারোস্পেস নিরন্তর কাজ করে চলেছ বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই ছোট আগ্নেয়াস্ত্র থেকে ড্রোন, রেডার, প্রতিরক্ষার বৈদ্যুতিক সামগ্রী, কমিউনিকেশন প্রযুক্তির কাজে হাত দিয়েছে আদানি গোষ্ঠী। দেশের প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানাও আদানিদেরই। দেশের প্রথম বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রও গড়ে তুলছে তারা।