লন্ডন: মঙ্গলবার রাতে লিগ কাপের সেমিফাইনালে মিডলসবরোর মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea)। ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সকলকে চমকে সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়ে দিল। ১-০ স্কোরলাইনে পশ্চিম লন্ডনের ক্লাবকে হারাল মিডলসবরো। ম্যাচের একমাত্র গোলটি করেন হেডেন হ্যাকনে। 


ম্যাচের সিংহভাগ সময়ই চেলসি নিজেদের দখলে বল রাখতে সক্ষম হয়। একগুচ্ছ সুযোগ পেলেও বরোর জালে বল জড়াতে ব্যর্থ হন চেলসির তারকারা। ব্লুজদের হয়ে সবথেকে বড় সুযোগ নষ্ট করেন তরুণ ফরোয়ার্ড কোল পালমার। ম্যাচের প্রথমার্ধে কার্যত ফাঁকা গোলে দুই দুইবার বল জড়াতে ব্যর্থ হন তিনি। বরোও প্রতিআক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৩৮ মিনিটে ইসায়া জোন্সের পাস থেকে হ্যাকনের একমাত্র গোলই তাঁদের জয় সুনিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। ম্য়াচের বাকি সময়টা বরোর রক্ষণভাগ প্রশংসনীয় পারফর্ম করে।


মিডল্যান্ডসের ক্লাবের বিরুদ্ধে এই হার মিলিয়ে শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচে পাঁচ নম্বর বার হারল চেলসি। গত মরশুম থেকে এটি পশ্চিম লন্ডনের ক্লাবের ২১তম পরাজয়। আর কোনও প্রিমিয়ার লিগ ক্লাব এতগুলি ম্যাচ হারেনি। চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় ১২ নম্বরে থাকা বরোর বিরুদ্ধে দলের এই পরাজয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ চেলসি সমর্থকরা। ম্যাচ শেষে রাহিম স্টার্লিংদের তাঁদের নিজের দলের সমর্থকরাই তিরস্কার করেন। 


তবে চেলসির হারের দিন প্রিমিয়ার লিগের আরেক দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এফএ কাপের (FA Cup) তৃতীয় রাউন্ডে ২-০ জয় পেল। রেড ডেভিলসরা তৃতীয় ডিভিশনের ক্লাব উইগান অ্যাথলেটিকের বিরুদ্ধে গোটা ম্যাচেই দাপট দেখায়। ১২ বারের এফএ কাপ বিজেতা ম্যান ইউনাইটেডর ফুটবলাররা ম্যাচে গোল লক্ষ্য করে ৩৩টি শট নেন। ম্যাচের ২২ মিনিটে ম্যান ইউনাইটেড রাইট ব্যাক দিয়েগো দালো দলকে এগিয়ে দেন।


ম্যাচের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। লিয়াম শ পেনাল্টি বক্সের মধ্যে ব্রুনো ফার্নান্ডেজকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনোই পেনাল্টি থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন। এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিউপোর্ট কাউন্টির বিরুদ্ধে মাঠে নামবে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: চোট নিয়ে উদ্বেগ, কবে মাঠে ফিরবেন তিনি? নিজেই জানালেন শামি