সুশান্তকে বঞ্চনা নিয়ে বনশালীর অভিযোগ ওড়ালেন আদিত্য চোপড়া, খবর সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 02:59 PM (IST)
আদিত্য এমনও বলেন যে যশরাজ ফিল্মের সঙ্গে চুক্তি থাকলেও সুশান্ত অন্য কোথাও কাজ করতে পারবেন না এমন কোনও চাপ কখনোই সৃষ্টি করা হয়নি তাঁর উপর।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য সম্প্রতি পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়াকে থানায় ডেকে জেরা করে মুম্বই পুলিশ। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, আদিত্যকে চার ঘণ্টা ধরে জেরা করা হয়। আর পুলিশের নানা প্রশ্নের উত্তরে আদিত্য যা বলছেন তা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বক্তব্যের সঙ্গে মিলছে না। বনশালীকেও কিছু দিন আগে পুলিশ একই মামলায় জেরা করে। তখন তিনি জানিয়েছিলেন এক-আধটা নয়, কয়েকটিটি ফিল্ম করা নিয়ে সুশান্তের সঙ্গে তাঁর কথা হয়েছিল, যদিও নানা পরিস্থিতির কারণে একটি ফিল্মেও তিনি সুশান্তকে নিতে পারেননি। ছবিগুলি হল- ‘গলিয়োঁ কা রাসলীলা- রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবৎ’। এই তিনটিরই প্রযোজক আদিত্য। স্বাভাবিক কারণেই তাঁকে ডেকে পাঠায় পুলিশ। সঞ্জয় পুলিশকে বলেছিলেন, এই ছবিগুলি যখন হচ্ছিল তখন সুশান্তের কেরিয়ার নিয়ন্ত্রণ করছিল যশরাজ ফিল্মস। তারাই এই ছবিগুলিতে তখন সুশান্তকে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সঞ্জয়ের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আদিত্য। তাঁর বক্তব্য, সঞ্জয় যে এই ছবিগুলোর মধ্যে ‘বাজিরাও মস্তানি’ বা অন্য কোনওটিতে সুশান্তকে নেওয়ার কথা ভেবেছেন, তা তিনি কখনওই আদিত্যকে জানাননি। ফলে সুশান্তকে নেওয়ার কথাও আলাদা করে ভাবনায় আনার প্রয়োজন পড়েনি। আদিত্য এমনও বলেন যে যশরাজ ফিল্মের সঙ্গে চুক্তি থাকলেও সুশান্ত অন্য কোথাও কাজ করতে পারবেন না এমন কোনও চাপ কখনোই সৃষ্টি করা হয়নি তাঁর উপর। এর উদাহরণ হিসেবে সুশান্ত অভিনীত ছবি ‘এমএস ধোনি’-র উদাহরণ টেনে আদিত্য বলেন, এই ছবিতে ওয়াইআরএফ-এর সঙ্গে চুক্তি থাকাকালীনই অভিনয় করেন সুশান্ত। রামলীলা ছবিতে রণবীরকে সুযোগ দিয়ে সুশান্তকে বাদ দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, রণবীরের সঙ্গে ওয়াইআরএফ-র চুক্তি হয় ২০১২ সালের এপ্রিলে, যেখানে সুশান্তের সঙ্গে চুক্তি হয় নভেম্বর মাসে। অর্থাৎ সুশান্তকে সরিয়ে রণবীরকে আনা হয়েছে, এমন কোনও সম্ভাবনাই নেই।