চাঁদের পর এবার সূর্যমুখী ভারত। সকাল ১১টা ৫০-এ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হল আদিত্য এল ওয়ান-এর। সূর্যের দিকে পাড়ি দেবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে ৪ মাস পরে। চন্দ্রযানের সাফল্যের পরে সূর্যের ঘরে নজর রাখতে হ্যালো অরবিটে পৌঁছনর লক্ষ্যে রওনা দিল ইসরোর আদিত্য। মহাকাশ বিজ্ঞানে পরপর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখলেন, চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা এগিয়ে নিয়ে চলেছে। আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন।   ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য-এল1-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে ধন্যবাদ।সমগ্র মানবজাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে আরও জ্ঞানের বিকাশের জন্য আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।







স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থাকে তাঁদের সাফল্যের জন্য় অভিবাদন জানান। একই পোস্টে তিনি কুর্নিশ জানান, প্রধানমন্ত্রী মোদিকে। তিনি লেখেন, বারবার আমাদের বিজ্ঞানীরা তাঁদের ক্ষমতা ও প্রতিভার প্রমাণ করে চলেছেন। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1-এর সফল উৎক্ষেপণের জন্য দেশ আজ গর্বিত ও আনন্দিত। ইসরো টিমকে ধন্যবাদ,  এই অতুলনীয় কৃতিত্বের জন্য। তিনি আরও লেখেন, মহাকাশ গবেষণা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণের পথে এটি একটি অতুলনীয় পদক্ষেপ। 






দের পর এবার ইসরোর মিশন সূর্য। সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য L1। প্রত্যাশা মতোই সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দেয় Aditya L1। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দিল আদিত্য L1। সময় লাগবে ১২৫ দিন। এরপর প্রায় ৫ বছর ধরে চোখ রাখবে সূর্যের বায়ুমণ্ডলের স্তরের উপর। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে halo কক্ষপথে অবস্থান করবে আদিত্য। জানা গিয়েছে, এই আদিত্য এল ১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান।