নয়াদিল্লি : ভোটে লড়ার জন্য জনপ্রতিনিধিরা স্বঘোষিত যে সম্পত্তির হদিশ দেন, তা নিয়ে ফি বছর রিপোর্ট বের করে Association for Democratic Reforms (ADR)। এবারও প্রকাশিত হল সেই তালিকা। সম্প্রতি তারা যে তালিকা বের করেছে সেই অনুযায়ী, দেশের সবথেকে ধনী বিধায়কের নাম পরাগ শাহ। তিনি মুম্বইয়ের ঘটকোপার ইস্টের বিজেপি বিধায়ক। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,৪০০ কোটি টাকা। তাঁর পরেই রয়েছে কংগ্রেসের কর্ণাটকের কণকপুরার বিধায়ক ডিকে শিবকুমার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪১৩ কোটি টাকার বেশি।
২৮টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং তিনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচনের জন্য জমা পড়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট। ৪,০৯২ বিধায়কের তথ্য সামনে আনা হয়েছে। তবে, ২৪ জনের বাদ পড়েছে। কারণ, তাঁদের হলফনামা পাঠোদ্ধার করা যায়নি। এর পাশাপাশি সাতটি কেন্দ্র ফাঁকা রয়েছে। তবে, সবথেকে গরিব বিধায়কের তালিকায় রয়েছেন এই রাজ্যের জনপ্রতিনিধি। বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার ঘোষিত অর্থের পরিমাণ ১৭০০ টাকা।
ধনী বিধায়কদের তালিকায় রয়েছেন যেসব নামী মুখ-
১. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু - ৯৩১ কোটি টাকা।
২. ওয়াইএস জগনমোহন রেড্ডি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী- ৭৫৭ কোটি টাকা।
৩. কেএইচ পুট্টাস্বামী গৌড়া, নির্দল বিধায়ক, কর্ণাটক- ১২৬৭ কোটি টাকা।
৪. প্রিয়াকৃষ্ণা, কংগ্রেস বিধায়ক, কর্ণাটক- ১১৫৬ কোটি টাকা
৫. পি, নারায়ণা, অন্ধ্রপ্রদেশের টিডিপি বিধায়ক- ৮২৪ কোটি টাকা।
৬. ভি প্রশান্তি রেড্ডি- অন্ধ্রপ্রদেশের টিডিপি বিধায়ক- ৭১৬ কোটি টাকা।
ADR-এর তথ্য অনুযায়ী, দেশের বড় রাজনৈতিক দলগুলির মধ্যে, বিজেপি বিধায়কদের (১৬৫৩ সদস্য) অধিকারে রয়েছে ২৬,২৭০ কোটি টাকা। যা সিকিম, নাগাল্যান্ড ও মেঘালয়ের একসঙ্গে বাৎসরিক বাজেটকেও অতিক্রম করে গেছে। কংগ্রেস বিধায়কদের (৬৪৬ সদস্য) নিয়ন্ত্রণে রয়েছে ১৭,৩৫৭ কোটি টাকা। টিডিপি বিধায়কদের (১৩৪ জন সদস্য) মোট সম্পত্তির পরিমাণ ৯,১০৮ কোটি টাকার। শিবসেন বিধায়কদের (৫৯ জন সদস্য) কাছে রয়েছে ১৭৫৮ কোটি। আপ বিধায়কদের (১২৩ জন সদস্য) একত্রিত অর্থের পরিমাণ ৭.৩৩ কোটি ।
সর্বোচ্চ ধনীদের তালিকায় শুধু অন্ধ্র্রপ্রদেশ থেকেই প্রথম ১০ জনের মধ্যে চারজনের নাম রয়েছে। শীর্ষ ২০-র মধ্যে রয়েছেন সাত জন বিধায়ক। এর মধ্যে রয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ এবং হিন্দুপুরের বিধায়ক এন বালাকৃষ্ণ। Association for Democratic Reforms