নিউ ইয়র্ক : পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের (Adult Film Star Stormy Daniels) বিরুদ্ধে আইনি লড়াই জিতলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former US President Donald Trump)। ড্যানিয়েলসকে ১ লক্ষ ২১ হাজার আমেরিকার ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই পরিমাণ টাকা ট্রাম্পের অ্যাটর্নির হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার নবম ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলস। মানহানির মামলায় ট্রাম্পের কাছে হেরেছেন ড্যানিয়েলস।


ইতিমধ্যেই এই পর্ন তারকা আদালতের নির্দেশে ৫ লক্ষ আমেরিকান ডলারের বেশি ক্ষতিপূরণ দিচ্ছেন ট্রাম্পের অ্যাটর্নিকে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছিলেন ড্যানিয়েলস। তাতে তিনি হেরে যান। 


সংশ্লিষ্ট ওই নির্দেশ একই দিনে দেওয়া হয়, যেদিন ম্যানহাটনের আদালতে ট্রাম্প ৩৪টি অভিযোগে অভিযুক্ত হন। সিএনএনের রিপোর্ট অনুয়ায়ী, ড্যানিয়েল ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের কথা ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্পের তরফে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। প্রসঙ্গত, ট্রাম্পই আমেরিকার প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হয়েছে।আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সর্থমন করে ট্রাম্প অবশ্য বলেছেন ' আমি নির্দোষ' । বলেন , 'অবৈধভাবে কিছুই করিনি'। প্রশাসনকে সরাসরি নিশানা করতে গিয়ে তিনি বলেন, ' আমি দুঃস্বপ্নেও ভাবিনি, আমেরিকায় এমন কিছু হতে পারে। আমার অপরাধ ছিল দেশরক্ষায় দৃঢ়তা প্রদর্শন।'


যদিও এই মামলটা ট্রাম্পের গ্রেফতারির মামলার সঙ্গে সম্পর্কিত নয়। তবে, এর সঙ্গেও জড়িয়ে সেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। যাকে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে মুখ না খোলার জন্য ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও সিএনএস সূত্রের খবর, সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প। 


এই ড্যানিয়েলস-ই ২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন। পর্ন তারকার অভিযোগ ছিল, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে চুপ থাকতে বলে হুমকি দিয়েছেন। পার্কিং চত্বরে ওই হুমকি দেওয়া হয় যাতে ড্যানিয়েলস এনিয়ে মুখ না খোলেন। যদিও ড্যানিয়েলসের সেই দাবি ট্যুইটারে নস্যাৎ করেছিলেন ট্রাম্পর। প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে ড্যানিয়েলস বলেছিলেন, ট্রাম্পকে এক পেনিও ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে তিনি জেলে যাবেন তাও ভাল।


আরও পড়ুন ; 'দুঃস্বপ্নেও ভাবিনি, আমেরিকায় এমন কিছু হতে পারে' ফ্লরিডায় ফিরে বললেন ট্রাম্প