ওয়াশিংটন : আফগানিস্তান সংকটের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, "আফগানিস্তানে যা হতে দিয়েছেন তার জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ করার সময় এসেছে। এছাড়া কোভিডের বিশাল ঢেউ, সীমান্ত বিপর্যয়, শক্তি স্বাধীনতা ধ্বংস এবং আমাদের পঙ্গু অর্থনীতির জন্যও।" যদিও এর প্রত্যুত্তরে বাইডেনের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।


আমেরিকা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আফগানিস্তানে চরম সংকট দেখা দিয়েছে। রবিবার রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালিবানরা। আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। রবিবার তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে তাজিকিস্তানে পাড়ি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মুহিব। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলির। আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে এসেছেন সে দেশের বেশ কয়েক জন সাংসদ ও সরকারি আধিকারিকও।


এদিকে সেদেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে সাধারণ নাগরিকের মধ্য়েও। তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর পরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান তুলে হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ জানান সেদেশে বসবাসকারী আফগানরা। তাঁরা স্লোগান তোলেন, বাইডেন, আপনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। বাইডেন আপনিই এর জন্য দায়ী।


আফগানিস্তান সংকটের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ফরজানা হাফিজ নামে এক মহিলা। তিনি বললেন, তালিবানরা আমাদের লোকেদের হত্যা করছে। ওখানে মেয়েদের আর কোনও স্বাধীনতা থাকবে না। সাধারণ মানুষের খেয়াল রাখার কেউ নেই ওখানে। 


এদিকে এই পরিস্থিতিতে আফগানিস্তান সংকটে কী করা উচিত তা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলছেন হোয়াইট হাউসের উপদেষ্টারা। যদিও পরিকল্পিত ছুটি খারিজ করে এখনই প্রেসিডেন্ট বাইডেন ওয়াশিংটন ফিরবেন কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।