নয়া দিল্লি : সামনেই রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে বাজার ছেয়ে গেছে পোশাক-আশাক, ফুল, মিষ্টিতে। শুভ এই মুহূর্তে গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বড়সড় ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে ব্যাঙ্কের তরফে।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে যেসব ভাই বা বোন একে অপরের জন্য উপহার কিনতে চান, তাঁদের জন্য বড়সড় ডিসকাউন্ট দেবে এসবিআই। ৯৯৯ টাকা পর্যন্ত উপহার কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের কথা বলা হয়েছে ব্যাঙ্কের তরফে।
ডিসকাউন্ট পেতে গেলে কী করতে হবে ?
এই ডিসকাউন্ট পেতে গেলে SBI YONO App ব্যবহার করতে হবে। এছাড়া এর মাধ্য়মে দামও মেটাতে হবে। এ ব্যাপারে কোনও গ্রাহকের যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে তিনি SBI YONO-র অফিসিয়াল ওয়েবসাইট sbiyono.sbi-এ লগইন করতে পারেন।
বিষয়টি ট্যুইটারে জানিয়েছে এসবিআই। ট্যুইটারে লেখা হয়েছে, বড় এই উপহার দিয়ে এই রাখি বন্ধন উৎসব উদযাপন করুন। ফার্নস অ্যান্ড পেটালস-এ বাজার করুন। YONO SBI-এর মাধ্য়মে ৯৯৯ টাকা পর্যন্ত কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পান। এখনই YONO SBI অ্যাপ ডাউনলোড করুন- sbiyono.sbi/index.html।
তবে মাথায় রাখতে হবে, SBI YONO গ্রাহকরা ২২ অগাস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট পাবেন। তাছাড়া এই অফারে ন্যূনতম ক্রয়মূল্য নেই। উল্লেখ্য, এই অফারটি পেতে গ্রাহকদের 'SBI20' কোড ব্যবহার করতে হবে। মনে রাখবেন যে, এই অফারটি শুধুমাত্র রাখি বন্ধন ক্যাটেগরির জন্যই বৈধ।