কাবুল: সপ্তাহ শুরুতেই ভয়ঙ্কর ধাক্কায় দুলে উঠল আফগানিস্তান। ভারতীয় সময় ০০:৪৭:৪১ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে মাত্রা ৬.৩, যা নিঃসন্দেহে যথেষ্ট শক্তিশালী। অভিঘাতে কেঁপে ওঠে পড়শি পাকিস্তানের বড় অংশও ।   National Centre for Seismology (NCS) অনুসারে,  কম্পনের কেন্দ্রস্থল ছিল ৩৪.৫০° উত্তর অক্ষাংশ এবং ৭০.৮১° পূর্ব দ্রাঘিমাংশ।, মাটি থেকে ১৬০ কিলোমিটার গভীরে। হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের ধাক্কায়, জম্মু ও কাশ্মীর এবং দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়। চলতি বছরের এপ্রিলেও আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর জেরে উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছিল। 

আফগানিস্তান এমনিতেই  ভূমিকম্পপ্রবণ।  ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মিলনস্থলের উপরই  স্পর্শকাতর  জাগায় অবস্থান। ২০২২ সালে, পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে হাজার মানুষের প্রাণ গিয়েছিল। আহত হয়েছিলেন হাজার হাজার মানুষ। গত  দুই দশকের মধ্যে এখনও পর্যন্ত এটিই আফগানিস্তানে সবথেকে বড় বিপর্যয় ছিল এটি। এবার কি ক্ষয়ক্ষতির হিসেব ২০২২-কেও ছাপিয়ে যাবে ? প্রমাদ গুণছে মানুষ। ইতিমধ্যেই শত শত লোক মারা যাওয়ার বা আহত হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের এই অঞ্চলের বেশিরভাগ বাড়িই  কাঠ, মাটির ইট বা দুর্বল কংক্রিট দিয়ে নির্মিত । তাই ভূমিকম্প প্রতিরোধী নয়। তাই আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। 

 ইতিমধ্যেই তালিবান সরকারের আধিকারিকরা  দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য হেলিকপ্টার সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের অনুরোধ করছে সে-দেশের সরকার।  ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি বিভাগ, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে যে এই ভূমিকম্পে শত শত লোকের মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

নরেন্দ্র মোদি  আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনের জন্য রইল আমাদের সমবেদনা ও প্রার্থনা। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম মানবিক সাহায্য ও ত্রাণ দিতে প্রস্তুত।”

প্রধানমন্ত্রীর বিবৃতির পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।