নয়াদিল্লি: তালিবানি জঙ্গি হামলায় বিধ্বস্ত পরিস্থিতি হয়েছে আফগানিস্তানের। বেগতিক দেখে অবিলম্বে ভারতীয়দের আফগানিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। যদিও নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, এখনই কাবুল থেকে দূতাবাস বন্ধ করছে না ভারত। নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর।


বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের হিন্দু ,শিখদের দেশে ফেরাতে সব ধরনের সাহায্য করবে ভারত। বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রয়েছে নয়াদিল্লির। সম্প্রতি আফগান প্রদেশে তালিবানি হামলা নিয়ে চিন্তা বাড়ে ভারতের। খবর রটে, যেকোনও মুহূর্তে কাবুলের ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে পারে দিল্লি। যদিও এদিন সেই বিষয়ে পরিষ্কার করে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।


তিনি বলেন, ''প্রতিনিয়ত আফগানিস্তানের পরিস্থিতির পরিবর্তন ঘটছে। আমরা এখনও আশা করছি, ওখানে শীঘ্রই যুদ্ধবিরতি ঘটবে।আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাব।এখনই বন্ধ করা হচ্ছে না দূতাবাস।'' এই বলেই থেমে থাকেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। তবে এ নিয়ে আর কিছু বলতে চান না তিনি। 


ভারতে আসতে সাহায্য
সম্প্রতি আফগানিস্তানে বসবাসরত ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করে বিদেশমন্ত্রক। যেখানে ভারতীয়দের বানিজ্যিক বিমান ধরে দেশে ফিরতে বলা হয়।বিদেশমন্ত্রক জানিয়েছে, অতীতেও ৩৮৩ হিন্দু ও শিখ পরিবারকে ভারতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আফগানিস্তানে আরও ৩০-৪০টি শিখ পরিবার রয়েছে। যাদের অবিলম্বে ভারতে ফিরতে বলা হয়েছে।


আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, সেদেশে উন্নত পরিকাঠামো গড়তে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। যেকারণে ভারত থেকে বহু কর্মী সেখানে কাজ করতে গিয়েছেন।বর্তমানে আফগানিস্তানে কর্মরতদের দেশে ফেরাতে বলেছে নয়াদিল্লি। এ বিশয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।