কাবুল: ফের তালিবানের দাবি মিথ্যে বলে ওড়ালেন পঞ্জশিরের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা (NRF)আহমদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় তালিবান বিরোধী এই নেতা দাবি করেছেন, তাঁরা অপরাজেয়। এখনও পঞ্জশিরের দখল নিতে পারেনি তালিবান।


ফেসবুকে এক অডিও বার্তায় মাসুদ বলেছেন, ''রেজিস্ট্যান্স ফোর্স এখনও পঞ্জশিরে লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ রক্তবিন্দু থাকতে আমরা তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।'' দেশবাসীকেও এই যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা। তাঁর অভিযোগ, তালিবানের সঙ্গে একজোট হয়ে পঞ্জশিরে আফগান নাগরিকদের মারছে পাকিস্তান। 


টোলো নিউজের খবর অনুযায়ী, মাসুদ বলেন, ''১৫ অগাস্ট তালিবান আফগানিস্তানে দখলের পরই আমরা যুদ্ধ ঘোষণা করি। সেই থেকে পাকিস্তান তালিবানের হয়ে কাজ করছে। আমার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। বাদ যায়নি আমরা সহযোগী ফাহিম দস্তি। এই হত্যালীলায় তালিবানকে সরাসরি সাহায্য করেছে পাকিস্তান। সব জেনেও আন্তর্জাতিক মহল চুপ করে রয়েছে।কেউ কোনও মন্তব্য করছে না।''    


সূত্রের খবর, আফগানিস্তানে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। আগামী দিনে আফগানিস্তানে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, কাতার, তুরস্ক, রাশিয়া, চিন ও ইরানকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে তালিবান। এই বিষয়ে নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদসংস্থা তাস। তারা বলেছে, নতুন সরকার গঠনের অনুষ্ঠানে রাশিয়া-সহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তালিবান। ইতিমধ্যেই সরকার গঠন নিয়ে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনার জন্য তালিবান একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্য খলিল হক্কানি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে তালিবান মুখাপাত্র জবিউল্লা।


দেশের বর্তমান পরিস্থিতি বলছে, গত এক সপ্তাহ ধরে পঞ্জশিরে তালিবানের বিরুদ্ধে সংঘর্ষ জারি রয়েছে NRFA-এর। দুই তরফই দাবি করছে, যুদ্ধে তাদের জয় হয়েছে।তালিবান দাবি করেছে, তারা পঞ্জশিরের মূল জেলাগুলি দখল করে নিয়েছে। পাল্টা আহমেদ মাসুদ বাহিনীর দাবি, সংঘর্ষে কমপক্ষে ১০০০-এর বেশি তালিবানের মৃত্যু হয়েছে।