ওভাল: ইংল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও প্রথম একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। এই নিয়ে চলতি টেস্ট সিরিজে টানা ৪ টেস্টেই রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হল ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনারকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শেষবার ভারতীয় দলের জার্সিতে টেস্টে অশ্বিনকে প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে নেমেছিলেন অশ্বিন। 


 






চলতি সিরিজে ভারতের ২০ সদস্যের স্কোয়াডে নাম ছিল অশ্বিনের। কিন্তু ভারতের এই তারকা স্পিনারকে ছাড়়াই পরপর প্রতিটা টেস্টে খেলতে নেমেছে বিরাট বাহিনী। চতুর্থ টেস্ট যেই মাঠে খেলা হচ্ছে সেখানে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরও কেন অশ্বিনকে খেলানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। 


এই টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ রান করেন শার্দুল ঠাকুর। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫০ রান। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ইংল্যান্ডের হয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৮১ রান করেন অলি পোপ। ক্রিস ওকস করেন ৫০ রান। জনি বেয়ারস্টো ৩৭, মইন আলি ৩৫ রান করেন। ভারতীয় দলের হয়ে উমেশ যাদব ৭৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। 


দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪৬৬ রান করে। সর্বোচ্চ ১২৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। অপর ওপেনার কে এল রাহুল করেন ৪৬ রান। চেতেশ্বর পূজারা ৬১, অধিনায়ক বিরাট কোহলি ৪৪, উইকেটকিপার ঋষভ পন্থ ৫০, শার্দুল ঠাকুর ৬০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস তিনটি এবং অলি রবিনসন ও মইন আলি দু’টি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন ও জো রুট একটি করে উইকেট নেন। 


শেষদিকে অশ্বিনের না থাকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা এখন দেখার। কারণ শেষ দিনে পিচে ভাঙন ধরেছে, এই পরিস্থিতিতে অশ্বিন একটা বড় ফ্যাক্টর হতে পারতেন বলেই মনে করছেন সবাই।