Google Layoffs: ট্যুইটার, মেটা- র পথে হেঁটেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করছে টেক জায়ান্ট গুগল (Google)। কাজ হারাবেন প্রায় ১২ হাজার কর্মী। উল্লেখ্য, কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো নামি সংস্থাও। সম্প্রতিই গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট জানিয়েছে যে তাদের সংস্থাতেও কর্মী ছাঁটাই হবে। জানা গিয়েছে, গুগল কোম্পানিতে ১৬ বছরের বেশি সময় কাজ করার পর রাতারাতি ওই কর্মীর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সংস্থা। ওই কর্মীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাঁর ছাঁটাই হয়েছে। জানা গিয়েছে ওই কর্মীর নাম জাস্টিন ম্যুর। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে গুগল কোম্পানিতে ১৬.৫ বছর চাকরি করেছেন তিনি। এই ব্যক্তির অ্যাকাউন্টই মাঝরাতে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে। জাস্টিনের দাবি আগে থেকে কিছুই জানানো হয়নি তাঁকে। ছাঁটাই সম্পর্কে তাঁকে আগাম অবগত করা হয়নি বলেও দাবি করেছেন এই ব্যক্তি। একই রকমের ঘটনা ঘটেছিল মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রেও। ২১ বছর চাকরি করার পর মাইক্রোসফট থেকে রাতারাতি চাকরি খুইয়েছিলেন এক ব্যক্তি। এখানেই শেষ নয়। আরও এমন কিছু কাণ্ড ঘটেছে যা সত্যিই অবাক করে দেয়। আট মাসের অন্তঃসত্ত্বারও চাকরি গিয়েছে গুগল কোম্পানি থেকে। ছাঁটাই হয়েছেন এই মহিলাও। মেটারনিটি লিভ অর্থাৎ মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগের রাতেই তাঁকে সরিয়ে দিয়েছে কোম্পানি। জানা গিয়েছে, ওই মহিলার নাম ক্যাথরিন। প্রোগ্রাম ম্যানেজার হিসেবে গুগলে কাজ করতেন তিনি। 



গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে। গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। সেখানে জানানো হয়েছে, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে। এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন তাঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি। তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন সিইও সুন্দর পিচাই। 


সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। গতবছরও কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের সমগ্র ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ কমানো হবে। প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাই সম্পর্কিত নোটিস পাঠানো শুরু হয়ে গিয়েছে। 


আরও পড়ুন- ট্যুইটারে বিজ্ঞাপন দেখে ক্লান্ত? নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনছেন ইলন মাস্ক