আশুতোষের পর বজবজ কলেজের ভর্তির মেধা তালিকাতেও সানি লিওন!

পার্থক্য একটাই, আশুতোষ কলেজের মেধা তালিকায় ১ নম্বরে সানি লিওন। আর বজবজ কলেজের মেধা তালিকায় ১৫১ নম্বরে!

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ। ফের ভর্তির মেধা-তালিকায় নাম সানি লিওনের।

Continues below advertisement

এখানেও বিষয় সেই একই। পার্থক্য একটাই, আশুতোষ কলেজের মেধা তালিকায় ১ নম্বরে সানি লিওন। আর বজবজ কলেজের মেধা তালিকায় ১৫১ নম্বরে!

সানি লিওনের জন্ম কানাডায়। প্রথমে পড়াশোনা সেখানে, তারপর আমেরিকায়। আর ৩৯ বছরের সেই সানি লিওনের নামই কি না এবার বজবজের কলেজের মেধা তালিকায়! এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে কলেজে!

বজবজ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, সম্পূর্ণ প্রক্রিয়া দেখাশুনো করতেন অধ্যক্ষ দেবযানী দত্ত। তাঁর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বেজে গেলেও তিনি ধরেননি।

এর আগে, আশুতোষ কলেজের ইংরেজি অর্নাসের মেধা তালিকায় এক নম্বরে সানি লিওনের নাম প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়!

সানির নামের পাশে উচ্চমাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর রয়েছে, তা-ও তাক লাগানোর মতো। প্রথম ভাষায় ১০০র মধ্যে ১০০। ইংরেজিতে ও তাই। তৃতীয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিষয়েও ফুল মার্কস! কলেজে ভর্তির শর্ত মেনে চারশোর মধ্যে চারশো!

মেধা তালিকার প্রথম নামটি দেখতেই হুড়োহুড়ি পড়ে যায়! খবর পেয়ে, তড়িঘড়ি মেধা তালিকা থেকে সানি লিওনির নাম সরায় কলেজ কর্তৃপক্ষ। খবর পৌঁছে যায় খোদ অভিনেত্রীর কানেও। কৌতুকের সুরে এই মডেল-অভিনেত্রীর ট্যুইট, পরের সিমেস্টারে দেখা হচ্ছে তা হলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা!

তবে সানি লিওনের নাম করে কে এই মজা করলেন, তাঁর খোঁজ পেতে লালবাজারে নালিশ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কপি পাঠানো হয়েছে ভবানীপুর থানার অফিসার ইনচার্জকেও।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে উৎস থেকে অনলাইনে আবেদন জানানো হয়েছিল, তার আইপি অ্যাড্রেস, একটি ফোন নম্বর, ইমেল আইডি এবং কলেজে ভর্তি হওয়ার আবেদনপত্রের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola