মুম্বই: একটা সময় বহু নারীর হৃদয় জয় করেছিলেন ফারদিন খান। অনেকেই তাঁকে বলতেন চকোলেট বয়। কিন্তু একের পর এক ফ্লপের জেরে সময়ের হাত ধরে হারিয়ে যান ফারদিন। ২০০২ সালে কোকেন কেনার অভিযোগে ধরা পড়েন। তারপর থেকে ক্রমে চর্চার কেন্দ্রবিন্দু থেকে সরে যান। ওজন বেড়ে গিয়েছিল অনেকটা। ফারদিন ফিরে আসায় খুশি তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ওঁকে অল্প বয়সের চেয়েও এখন বেশি ভালো লাগছে। আরেক নেটিজেন লিখেছে,ন উনি ফিরে আসায় খুশি হলাম। ফারদিন যদিও সম্প্রতি বলেছেন, আমাকে অপ্রয়োজনে বাধা দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের এই জঘন্য জিনিসগুলি কাটিয়ে উঠতে হবে। আমি সত্যিই এ সব নিয়ে মাথা ঘামাই না। আমি যা আছি, তা নিজেকে আয়নায় দেখতে পাচ্ছি।
চোখে পড়ার মত ওজন ঝরিয়েছেন, ১০ বছর ফের বলিউডে কামব্যাক করছেন ফারদিন খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2020 12:45 PM (IST)