হলদিয়া: দল বদলের হিড়িকে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর অভিযোগ সিপিএমে থেকে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে না। বিজেপিতে যোগ দিতে পারেন হলদিয়ার সিপিএম বিধায়ক। এমনটাই ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে।


 নভেম্বরেই বিজেপিতে যোগ দিয়েছেন স্বামী। এবার বিজেপিতে যোগ দিতে পারেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের বিদ্রোহের সুরে সেই ইঙ্গিত স্পষ্ট। তাপসী মণ্ডলের কথায়, সিপিএমে থেকে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছে না। বাড়ির মানুষের পাশে থাকে উচিত, এক ধরনের কাজ করাই উচিত। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম।


 দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করছেন সিপিএম বিধায়ক তাপসী।রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কি বিধায়ক স্ত্রীও বিজেপির পথে? অমিত শাহ-র সফরের মধ্যেই কি তিনি দলবদল করবেন?


 হলদিয়ার সিপিএম বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা বিশেষ তাৎ‍পর্যপূর্ণ। কারণ, গোটা পূর্ব মেদিনীপুরে আধিপত্য বিস্তারে সক্ষম হলেও হলদিয়ায় কিন্তু বারবার আটকে গেছেন শুভেন্দু অধিকারী। ২০১১-র রাজ্যে পালাবদলের পরও, হলদিয়া পুরসভা দখল করতে পারেননি শুভেন্দু। ২০১২ সালের পুরভোটে হলদিয়া পুরসভা পুরসভায় জয়ী হয় বামেরা। পরে বামেদের ভাঙন ধরিয়ে হলদিয়া পুরসভা দখল করে তৃণমূল। ২০১৬-য় প্রবল তৃণমূল ঝড়ে হলদিয়ায় বড়সড় ধাক্কা খান তৃণমূল তথা শুভেন্দু অধিকারী।হলদিয়া বিধানসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়ে জয়ী হন সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল। তৃণমূল প্রার্থীকে ২১ হাজার ৪৯৩ ভোটে হারান তিনি।  অর্থাৎ‍ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাপসী মণ্ডল। এবার সেই দু’জনেই সম্ভবত একসঙ্গে একদিনে বিজেপিতে যোগ দিতে চলেছেন।