মুম্বই : ভালবাসার চরম পরিণতির সাক্ষী থাকল মুম্বইবাসী। হয় প্রেমিককে বিয়ে করবেন, নাহলে জীবন দিয়ে দেবেন। মা বাবার সামনে এই প্রতিজ্ঞা করেই বাড়ি ছেড়েছিলেন। সেই প্রেমিকের হাতেই খুন হতে হল যুবতীকে।

মুম্বইয়ের পালঘরের আম্রলি এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সী অমিতা মোহিতের সঙ্গে ২৮ বছর বয়সী সুরজ ঘারাটের সম্পর্ক ছিল। কিন্তু অসম বয়সের সম্পর্ক মানতে চায়নি অমৃতার পরিবার। এই নিয়ে লেগেই থাকত অশান্তি। গত ২১ অক্টোবর বাড়ি ছেড়ে চলে যান অমিতা। সুরজের সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। মাঝেমধ্যেই ঝামেলা হতো তাঁদের। পুলিশ সূত্রে খবর, বাকবিতণ্ডা চলাকালীন বাথরুমে গায়ে আগুন ধরিয়ে দেয় যুবক। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবতীর।

শুধু অমিতাকে খুন করাই নয়, মৃত্যুর পর তাঁর ফোন থেকেই আত্মীয়দের সঙ্গে কথা বলত সুরজ। যাতে তাঁরা অমৃতার মৃত্যু নিয়ে কিছু জানতে না পারেন। পুলিশ জানিয়েছে, অমিতাকে খুন করার পর ওঁর ফোন থেকেই আত্মীয়দের সঙ্গে মেসেজে যোগাযোগ রাখত সুরজ। যাতে আত্মীয়দের সন্দেহ না হয়। যদিও কারও ফোন  এলে তা তুলত না সে। জিজ্ঞাসাবাদে পুলিশকে একথা জানিয়েছে সুরজ।

জেরায় পুলিশকে সুরজ জানিয়েছে, অমিতা সেজে সুরজ তাঁর পরিবারকে জানায় তাঁরা গুজরাটের ভাপিতে আছেন। এই আচরণ দেখে সন্দেহ হয় অমিতার পরিবারের। তাঁরা সুরজের বিরুদ্ধে বইসার থানায় অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে সুরজকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সব কথা জানায় সুরজ। স্বীকার করে নেয় অমিতাকে সে খুন করেছে। তল্লাশি চালিয়ে অমিতার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সুরজ ছাড়া আর কেউ যুক্ত ছিল কি না তার তদন্তও করছে পুলিশ।