নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্য়ায় রামমন্দির তৈরির ভিত গড়ার অনুষ্ঠান, ভূমিপূজা সম্পন্ন হওয়ার পর এবার রামের সবচেয়ে বড় ভক্ত হনুমানের বিরাট মূর্তি বসানোর ভাবনা চলছে তার জন্মস্থান কিষ্কিন্ধায়। গত পরশু মহা সাড়ম্বরে অযোধ্যা আলো করে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী সেদিন ভূমি পূজায় যোগ দেওয়ার আগে দশম শতাব্দী প্রাচীন হনুমান গড়হি মন্দিরও দর্শনও করেন। হিন্দুদের বিশ্বাস, রামলালা দর্শনের আগে হনুমান দেবতার আশীর্বাদ নেওয়া পুণ্যের কাজ। সুতরাং সহজেই অনুমেয়, কেন হনুমান রামের সবশ্রেষ্ঠ ভক্ত। ভক্তি, বিশ্বাস, আনুগত্য়ে প্রতীক হনুমান। এই প্রেক্ষাপটেই বজরংবলী হনুমানের মূর্তি বসানোর তোড়জোড় চলছে, যার পিছনে আছে একটি বেসরকারি সংস্থা। অযোধ্যায় রামজন্মভূমিতে রামের মূর্তির উচ্চতা ২২১ মিটার। আর বেসরকারি সংস্থাটির প্রস্তাব, তারা কর্নাটকের কোপ্পাল জেলায় হাম্পির কাছে কিষ্কিন্ধায় শ্রী হনুমানের যে মূর্তি গড়তে চায়, তার উচ্চতা হবে ২১৫ মিটার, অর্থাত রামের মূর্তির থেকে ৬ ফুট ছোট। এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু হনুমান মূর্তি। একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে সংস্থাটি। তাতে থাকবে একটি কমপ্লেক্স যেখানে রামায়ণ ও হনুমানের কাহিনি ম্য়ুরালের মাধ্য়মে ফুটিয়ে তোলা হবে। চারদিকে থাকবে বিরাট গোপুরম, প্রদক্ষিণপদ, উদয়বন, পাথরের ভাস্কর্য্য, আরও নানা ধরনের স্থাপত্যশৈলী। ৬০ তলায় থাকবে রামের উদ্দেশে নিবেদিত একটি মন্দির।
অযোধ্যায় রামমন্দির নির্মাণে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের কয়েকদিন পরই তৈরি হয় শ্রী হনুমদ জন্মভূমি ট্রাস্ট। প্রস্তাবিত হনুমান মূর্তিকে ভক্তির প্রতীক হিসাবে তৈরি করা হবে বলে দাবি করেছে তারা।