ওয়াসিংটন: ফাইজার ও মর্ডানা ভ্যাকসিন নিলে বড় হয়ে যেতে পারে হৃৎপিন্ড! সম্প্রতি এমনই চাঞ্চল্য়কর উপসর্গের কথা জানাল সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যদিও এতদিন ১২ বছর এবং তার ঊর্ধ্বে সমস্ত ব্য়ক্তিকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। তবে এবার এ বিষয়েও সতর্ক করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন যাঁরা নিচ্ছেন, তাঁদের মধ্যে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে। এর অর্থ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় বড় হয়ে যেতে পারে হৃদপিণ্ডের আকার। যদিও সংস্থার দাবি খুব কম সংখ্যক গ্রহীতার মধ্য়েই এই উপসর্গ দেখা গিয়েছে, তবুও এই ভ্যাকসিন নিয়ে সতর্ক থাকার কথা জানাচ্ছে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
কী করে বুঝবেন সমস্যা হচ্ছে? সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন একটি বিবৃতি জারি করে জানান হয়েছে, বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, হার্ড বিট বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জানানো হয়েছে যদি এই উপসর্গ দেখা দেয়, তাহলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন।
মূলত, কয়েকজন ভ্য়াকসিন গ্রহীতার ওপরেই এই সমীক্ষা চালায় সংস্থা। এরপরই এই উপসর্গের কথা প্রকাশ্যে আসে। যাঁদের মর্ডানা ও ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সমীক্ষা করে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনফে।
অনেকের শরীরে মায়োকার্ডাইটিসের লক্ষণ দেখা দেয়। ইজরায়েলে একাধিক গ্রহীতার শরীরে ইতিমধ্যেই এই উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। তাই ফাইজার ও মর্ডানা ভ্যাকসিন নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।