নয়াদিল্লি: কোভ্যাক্সিন টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া এইমসের নিরাপত্তা রক্ষীর। গতকাল থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। এদিন ভ্যাকসিন নেন ওই নিরাপত্তা রক্ষীর। জানা গিয়েছে, টিকা নেওয়ার পরই অ্যালার্জি হয় তাঁর।
এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, এদিন বিকেলে ৪টে নাগাদ ভ্যাকসিন নেন ২০ বছর বয়সী ওই নিরাপত্তা রক্ষী। তার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যালার্জির সমস্যা হয়। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এইমসের ডিরেক্টর বলেন, ভ্যাকসিন নেওয়ার কিছুক্ষণ পর অ্যালার্জি হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসায় উন্নতি হয়েছে। আপাতত ভাল আছেন তিনি। পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে রাতেও ভর্তি রাখা হয় হাসপাতালে। আজ সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর।
সূত্রের খবর, দিল্লিতে ভ্যাকসিন নেওয়ার পর ৫১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়। একজনের পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর দেখা যায়। রাজধানীর ১১টি জেলার মধ্যে ৮১১৭ স্বাস্থ্যকর্মীদের নাম রেজিস্ট্রেশন করা হয়। যার মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ৪৩১৯ জন। সরকারের এক আধিকারিক বলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। তাঁর কথায়, কয়েকজনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় ভ্যাকসিন নেওয়ার পর। কিন্তু আপাতত সবাই ভাল আছেন। আর কোনও শারীরিক সমস্যা নেই। দক্ষিণ দিল্লিতে একজনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
শনিবার দিল্লিতে ৮১টি কেন্দ্রে টিকাকরণ হয়। প্রতি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগেই জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর কোনও শারীরিক সমস্যা হলে তা মোটেই সাধারণ বিষয় নয়। এটা টিকাকরণের জন্য প্রতিকূল অবস্থা বলেই বিবেচিত হবে। সরকারের তথ্যপঞ্জী অনুযায়ী, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে ১১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়।
টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া এইমসের নিরাপত্তা রক্ষীর! কেমন আছেন তিনি? জানালেন হাসপাতালের ডিরেক্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 10:47 AM (IST)
এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, এদিন বিকেলে ৪টে নাগাদ ভ্যাকসিন নেন ২০ বছর বয়সী ওই নিরাপত্তা রক্ষী। তার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যালার্জির সমস্যা হয়। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -