নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিজেপি সরকারও ভিন ধর্মের ছেলেমেয়েদের বিয়ে নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে। আরও দুই বিজেপিশাসিত রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশও ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে ভিন ধর্মে বিয়ে নিষিদ্ধ করবে বলে ভাবছে। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, ভিন ধর্মে বিয়ে বন্ধ করতে প্রয়োজনে রাজ্যে আইন চালু করা হবে। মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে চৌহান বলেন, প্রেমের নামে কোনও জিহাদ চলবে না। কেউ এতে ইন্ধন দিলে, জড়ালে উচিত শিক্ষা পাবে, আর এজন্যই একটি আইন জারি করা হবে। এই নিয়ে দেশের তিনটি রাজ্য লাভ জিহাদ বন্ধে আইনি রাস্তায় হাঁটতে চলেছে।
সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, স্রেফ বিয়ে করার জন্য ধর্ম বদল গ্রাহ্য, বৈধ নয়। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দেন, যারা পরিচয় লুকিয়ে মেয়েদের ঠকাবে, তাদের টরাম নাম সত্য হ্যায়’ যাত্রা শুরু হবে। হরিয়ানার বল্লভগড়ে ধর্ম বদলে রাজি না হওয়ায় প্রকাশ্যে এক যুবতীকে গুলি করা হত্যার পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারও যাতে দোষী পালাতে না পারে, সেজন্য তাঁর রাজ্য লাভ জিহাদ বন্ধে সক্রিয় হবে বলে জানান। এমনকী কেন্দ্রীয় সরকারেরও একই ভাবনা রয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনাচক্রে ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি বের করেছে হিন্দুত্ববাদী শিবির, যাদের দাবি, মুসলিম যুবকরা প্রেমের অভিনয় করে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে বিয়ে করে ধর্ম বদলাতে বাধ্য করছে।
পাশাপাশি পয়গম্বর মহম্মদের ব্যাঙ্গচিত্র প্রকাশের ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁর বিরুদ্ধে গত বৃহস্পতিবার ভোপালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সম্পর্কে প্রশ্ন করা হলে শিবরাজ কঠোর মনোভাব দেখিয়ে জানিয়ে দেন, বিনা অনুমতিতে কোনও বিক্ষোভ প্রদর্শন চলবে না মধ্যপ্রদেশে। অনুমতি না নিয়েই একটি প্রতিবাদ-বিক্ষোভ সভা হয়েছিল, যেজন্য় ব্যবস্থাও নেওয়া হয়। কাউকে রাজ্য়ের শান্তি নষ্ট করতে দেওয়া হবে না।