ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী প্রস্তাব পাশ হল মধ্যপ্রদেশ ক্যাবিনেটে। নয়া নাগরিকত্ব আইন দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী বলে জানিয়ে রাজ্যের ক্ষমতাসীন কমলনাথের কংগ্রেস সরকার তা বাতিলের দাবি করেছে গৃহীত প্রস্তাবে। মুখ্যমন্ত্রী কমলনাথের পৌরহিত্য়ে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিএএ-বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের জনসংযোগ দপ্তরের মন্ত্রী পি সি শর্মা।
পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব ও রাজস্থানে ক্ষমতাসীন বিজেপি-বিরোধী দলগুলির সরকার ইতিমধ্যেই সিএএ বাতিল চেয়ে প্রস্তাব পাশ করিয়েছে। মধ্য়প্রদেশ পঞ্চম রাজ্য যারা সেই পথে হাঁটল।
শর্মা বলেন, প্রস্তাবে বলা হয়েছে, সিএএ সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরোধী, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ করছে।
গত ডিসেম্বরে সংসদে পাশ হওয়া সিএএ দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সহনশীল চরিত্রকে বিপন্ন করছে বলেও জানান তিনি। বলেন, ভারতের সংবিধানের মূল ভিত্তিই হল ধর্মনিরপেক্ষতা, যা কখনও বদলানো যায় না। সংবিধানে স্পষ্ট বলা আছে, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাছাড়া প্রস্তাবে সংবিধানের ১৪ অনুচ্ছেদে আইনের চোখে দেশের সব নাগরিককে সমানাধিকার দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে দাবি করা হয়েছে, দেশব্যাপী সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে, তাই শুধু তা বাতিল করলেই হবে না, এই ইস্যুতে দেশবাসীর মনে যে বিভ্রান্তি, আশঙ্কা আছে, তাও দূর করতে হবে কেন্দ্রকে। প্রস্তাবে আরও দাবি করা হয়েছে যে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) ব্যাপারে যেসব তথ্য চাওয়া হচ্ছে, সেগুলি ফিরিয়ে নেওয়া হোক, তারপরই সেনসাস করা হোক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী’, এবার সিএএ বাতিল চেয়ে প্রস্তাব পাশ মধ্যপ্রদেশ ক্যাবিনেটেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 07:46 PM (IST)
প্রস্তাবে দাবি করা হয়েছে, দেশব্যাপী সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে, তাই শুধু তা বাতিল করলেই হবে না, এই ইস্যুতে দেশবাসীর মনে যে বিভ্রান্তি, আশঙ্কা আছে, তাও দূর করতে হবে কেন্দ্রকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -