হুগলি: লোকাল ট্রেন চালু নিয়ে রেল-রাজ্য বৈঠকের দিনই হুগলির বৈদ্যবাটিতে যাত্রী বিক্ষোভ চলছে। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে আজ সকাল ৮টা থেকে রেল অবরোধ করেছেন যাত্রীরা। ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।


ক্ষুব্ধ মানুষ বৈদ্যবাটি স্টেশনের কাছে রাস্তাও অবরোধ করেন। অবরোধের জেরে আটকে রয়েছে স্টাফ স্পেশাল ট্রেন। একইভাবে রিষড়া ও শেওড়াফুলিতে অবরোধ শুরু হয়েছে, অবরোধ চলছে জিটি রোডেও।

এদিকে লোকাল ট্রেন চালু নিয়ে আজ রাজ্যের সঙ্গে বৈঠকে বসবে ভারতীয় রেল। সূত্রের খবর, বিকেল ৫টায় নবান্নে এই বৈঠক হতে পারে।

পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার, চিফ অপারেশন ম্যানেজার ও চিফ সিকিউরিটি কমিশনার উপস্থিত থাকবেন। রাজ্যে লোকাল ট্রেন চালু করা নিয়েই মূলত আলোচনা হবে।